Birbhum News: ঝুলিতে ২ শৃঙ্গ জয়ের রেকর্ড, বীরভূমের অদম্য যুবক! বাড়ির কাছে থেকেও চেনেন না অনেকেই
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Birbhum News: বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের জোপলাইয়ের অন্তর্গত উত্তরডাহা গ্রামের বাসিন্দা রাজু মণ্ডল আজ জেলার গর্ব। ছোটবেলা থেকেই পাহাড়ের প্রতি টান তাকে নিয়ে এসেছে পর্বতারোহণের কঠিন জগতে।
advertisement
1/5

বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের জোপলাইয়ের অন্তর্গত উত্তরডাহা গ্রামের বাসিন্দা রাজু মণ্ডল আজ জেলার গর্ব। ছোটবেলা থেকেই পাহাড়ের প্রতি টান তাকে নিয়ে এসেছে পর্বতারোহণের কঠিন জগতে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
Himalayan Mountaineering Institute (HMI) থেকে বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স সম্পন্ন করে ২০২৪ সালের ১৭-২০ সেপ্টেম্বর রাজু প্রায় ১৬,৫০০ ফুট উচ্চতার মাউন্ট রেনক সফলভাবে সামিট করেন। এই সাফল্যের জন্য তিনি পান 'A' গ্রেড।
advertisement
3/5
২০২৫ সালের ১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল রাজু HMI -এর অ্যাডভান্সড মাউন্টেনিয়ারিং কোর্সে অংশ নেন। এ সময় তিনি ১৭,৫০০ ফুট উচ্চতার মাউন্ট কাব্রু ডম এর ক্যাম্প-১ সফলভাবে সামিট করেন এবং এখানেও অর্জন করেন 'A' গ্রেড।
advertisement
4/5
দুবরাজপুরের মতো এলাকায় এমন উচ্চমানের পর্বতারোহীর দেখা খুবই বিরল। তবুও রাজু এখনও যথাযথ সম্মান ও পরিচিতি পাননি। পাহাড় জয়ের জন্য যে অদম্য সাহস, ধৈর্য ও মানসিক শক্তি দরকার, তা রাজুর মধ্যে রয়েছে স্পষ্টভাবে।
advertisement
5/5
রাজুর কাছে রয়েছে একাধিক ট্রেকিং ও মাউন্টেনিয়ারিং সার্টিফিকেট। ভবিষ্যতে পাহাড়েশ্বরে একটি ট্রেনিং সেন্টার খোলার পরিকল্পনা করেছেন তিনি, যাতে আগ্রহীরা সঠিক প্রশিক্ষণে নতুন স্বপ্ন পূরণের দিশা পায়। তার এই ইচ্ছা দ্রুত পূরণ হোক এটাই জেলার মানুষের আশা। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ঝুলিতে ২ শৃঙ্গ জয়ের রেকর্ড, বীরভূমের অদম্য যুবক! বাড়ির কাছে থেকেও চেনেন না অনেকেই