TRENDING:

ALcohol Price New GST : পুজোয় কি মদের দাম বাড়ছে? নতুন জিএসটি নিয়ে সুরাপ্রেমীদের চিন্তা, এতদিনে পাওয়া গেল 'আসল খবর'

Last Updated:
Alcohol Price New GST : জিএসটি কার্যকর হলেও পুজোর আনন্দে নেই পকেটের টান, রাজ্যের বাজারে দেশি-বিদেশি সব মদই মিলছে এখনও পুরনো দামেই। আপাতত সুরাপ্রেমীদের জন্য এ যেন উৎসবের আগেই বড় উপহার!
advertisement
1/6
পুজোয় কি মদের দাম বাড়ছে? নতুন জিএসটি নিয়ে সুরাপ্রেমীদের চিন্তা করার দরকার নেই আর
বীরভূম, সুদীপ্ত গড়াই: পুজোর মুখে জিএসটি কার্যকর হওয়ার পর মদের দাম বাড়বে কি না, তা নিয়ে রাজ্যজুড়ে তৈরি হয়েছিল জল্পনা। সুরাপ্রেমীদের মনে খানিক উদ্বেগও ছিল। পুজোর আনন্দে বাড়তি খরচের বোঝা পড়বে কি না সেই আশঙ্কায়।
advertisement
2/6
শেষ পর্যন্ত পুজোর আগে মিলল সুখবর। আপাতত রাজ্যের বাজারে পুরনো দামেই পাওয়া যাচ্ছে দেশি মদ, বিয়ার ও নামিদামি বিদেশি ব্র্যান্ডের হুইস্কি। ফলে সুরাপ্রেমীদের খরচ আপাতত বাড়ছে না।
advertisement
3/6
দুবরাজপুরের ব্যবসায়ী জিৎ সাহা জানিয়েছেন, "অধিকাংশ দোকানেই এখনও বহু পুরনো স্টক রয়েছে। সেই স্টক শেষ না-হওয়া পর্যন্ত নতুন দাম প্রযোজ্য হবে না। নতুন প্রিন্টের বোতল বাজারে না এলে দাম বাড়বে বা কমবে, তা স্পষ্ট করে বলা সম্ভব নয়।"
advertisement
4/6
ব্যবসায়ীদের মতে, বিদেশি মদের ক্ষেত্রে এই পুরনো স্টক শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। দেশি মদ ও বিয়ারের ক্ষেত্রেও একই পরিস্থিতি। ফলে দুর্গোৎসবের সময় অন্তত পুরনো দামে সুরা কেনা যাবে।
advertisement
5/6
দাম কমার সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছেন পাইকারি ও খুচরো বিক্রেতারা। তাঁদের ধারণা, ভবিষ্যতে নতুন সরবরাহ এলে দাম বাড়ার সম্ভাবনা প্রবল। সে কারণেই পুজোর বাজার ধরতে অনেকেই বিপুল পরিমাণে পুরনো স্টক মজুত করে রেখেছেন।
advertisement
6/6
এই মুহূর্তে সুরাপ্রেমীদের জন্য বড় স্বস্তির খবর। পুজোর উৎসবে বাড়তি খরচের বোঝা না বাড়িয়ে, রাজ্যের মদের দোকানগুলিতে আপাতত পুরনো দামেই মদ মজুত থাকছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ALcohol Price New GST : পুজোয় কি মদের দাম বাড়ছে? নতুন জিএসটি নিয়ে সুরাপ্রেমীদের চিন্তা, এতদিনে পাওয়া গেল 'আসল খবর'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল