TRENDING:

বন্ধ তিলপাড়া ব্যারেজ, সাঁইথিয়ার রাস্তায় যানজটের কবলে আ্যম্বুল্যান্সেই সন্তানের জন্ম

Last Updated:
শাবানাকে নিয়ে ১০২ নম্বরের আধুনিক আ্যম্বুল্যান্স সিউড়ির পথে রওনা দেয়। কিন্তু সাঁইথিয়া শহরের ইউনিয়ন বোর্ড মোড়ে পড়ে যায় তীব্র যানজটে।
advertisement
1/5
বন্ধ তিলপাড়া ব্যারেজ, সাঁইথিয়ার রাস্তায় যানজটের কবলে আ্যম্বুল্যান্সেই সন্তানের জন্ম
তিলপাড়া ব্যারেজ দিয়ে ভারী যান চলাচল বন্ধ হওয়ার ফলে সিউড়ি-সাঁইথিয়া রোড এখন উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগকারী প্রধান পথ। প্রতিদিন শতাধিক লরি ও ডাম্পারের চাপে এই রাস্তায় নিত্য যানজট তৈরি হচ্ছে। আর সেই যানজটের জেরেই ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা আ্যম্বুল্যান্সেই সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি।
advertisement
2/5
শনিবার গভীর রাতে প্রসব যন্ত্রণা ওঠে সাঁইথিয়ার বাতাসপুরের ছোট সিজা গ্রামের বাসিন্দা শাবানা ইয়াসমিনের (২৬)। প্রথমে তাঁকে ভর্তি করা হয় সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে। পরে অবস্থা জটিল হওয়ায় তাঁকে রেফার করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
শাবানাকে নিয়ে ১০২ নম্বরের আধুনিক আ্যম্বুল্যান্স সিউড়ির পথে রওনা দেয়। কিন্তু সাঁইথিয়া শহরের ইউনিয়ন বোর্ড মোড়ে পড়ে যায় তীব্র যানজটে। সময় নষ্ট হতে থাকায় রাত ১টা ১০ মিনিট নাগাদ সিউড়ি ঢোকার আগেই আ্যম্বুল্যান্স এর মধ্যেই সন্তানের জন্ম হয়। আ্যম্বুল্যান্স চালক, টেকনিশিয়ান ও মহিলা অ্যাসিস্ট্যান্ট মিলেই নিরাপদ প্রসব করান।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
প্রসূতির স্বামী শেখ মাতিন বলেন, “যানজটের কারণে গাড়িতেই ডেলিভারি করতে হয়েছে। তবে আ্যম্বুল্যান্সের চালক ও টেকনিশিয়ান অনেক সাহায্য করেছেন।”
advertisement
5/5
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেনডেন্ট প্রকাশ বাগ জানান, “আমাদের ১০২ নম্বরের আধুনিক আ্যম্বুল্যান্সগুলোতে জরুরি ভিত্তিতে সন্তান প্রসব করানো যায়। প্রসব-পরবর্তী যত্নের সমস্ত সরঞ্জামও রয়েছে।”ঘটনাটি একদিকে যেমন যানজট সমস্যার চিত্র ফুটিয়ে তুলেছে, তেমনই আধুনিক আ্যম্বুল্যান্স পরিষেবার দক্ষতা ও মানবিকতাও সামনে এনেছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বন্ধ তিলপাড়া ব্যারেজ, সাঁইথিয়ার রাস্তায় যানজটের কবলে আ্যম্বুল্যান্সেই সন্তানের জন্ম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল