লিফট, Gym, ঝাঁ চকচকে অ্যাপার্টমেন্ট...! কিন্তু রাত নামলেই মুহূর্তে যা ঘটছে, অশরীরীর আতঙ্ক সিউড়ির ঝলমলে আবাসনে, ফ্ল্যাটবাড়িতে রহস্যের ছায়া!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News : বীরভূমের সিউড়ি শহরের নতুন ডাঙালপাড়ার এক আধুনিক আবাসনে রাত নামলেই ঘটছে আজব কিছু। লিফট, জিম, আলো-ঝলমলে ফ্ল্যাট, সবকিছুর মাঝেও বাসিন্দাদের দাবি, অশরীরীর দাপাদাপি চলছে সেখানে। তারপরেই যা ঘটল, অবিশ্বাস্য!
advertisement
1/5

সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের সিউড়ি শহরের নতুন ডাঙালপাড়ার এক আধুনিক আবাসনে রাত নামলেই ছড়িয়ে পড়ছিল ভূতের গুজব। লিফট, জিম, আলো-ঝলমলে ফ্ল্যাট, সবকিছুর মাঝেও বাসিন্দাদের দাবি, অশরীরীর দাপাদাপি চলছে সেখানে।
advertisement
2/5
অলৌকিক শক্তির ভয় দূর করতে সোমবার সন্ধ্যায় বাসিন্দারা আয়োজন করেন বিশেষ তান্ত্রিক যজ্ঞ। ধূপ-ধুনো, মন্ত্রপাঠ, পূজা-আর্চনার মধ্য দিয়ে চলে যজ্ঞ। অনেকের মুখে দেখা যায় স্বস্তির হাসি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
ঘটনাটি প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলেছে বিজ্ঞানমনস্ক মহল। বিজ্ঞানের যুগে এমন অবৈজ্ঞানিক আতঙ্ক ও যজ্ঞের আয়োজন কেন, তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শুভাশিস গড়াই জানান, "মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে ভূত-প্রেত বা অলৌকিকতার দাবি করা লজ্জাজনক। শিক্ষিত সমাজে এই ধরনের ধারণা বিজ্ঞানমনস্কতার সঙ্গে মানায় না।" প্রয়োজনে সংগঠনটি বাসিন্দাদের সঙ্গে কথা বলবে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
যজ্ঞের পর অশরীরীর উপস্থিতির গুজব থেমেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আপাতত ঝকঝকে সেই আবাসনে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরতে শুরু করেছে, বাসিন্দাদের মুখেও ফুটে উঠেছে কিছুটা স্বস্তি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
লিফট, Gym, ঝাঁ চকচকে অ্যাপার্টমেন্ট...! কিন্তু রাত নামলেই মুহূর্তে যা ঘটছে, অশরীরীর আতঙ্ক সিউড়ির ঝলমলে আবাসনে, ফ্ল্যাটবাড়িতে রহস্যের ছায়া!