জাতীয় সড়কের ধারে, বাবারে বাবা... ওটা কী! রাতের ঘুম ছুটল গোটা এলাকাবাসীর
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
সোমবার সকালে বনদফতরের সহায়তায় অজগরটিকে অনুকূল ও নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার অভিযানের সময় স্থানীয় মানুষও সহযোগিতা করেন।
advertisement
1/4

রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে হঠাৎই দেখা মিলল এক বিশাল অজগরের। বীরভূম জেলার সদাইপুর থানার অন্তর্গত বাঁধেরশোল এলাকায় রবিবার রাতে চাঞ্চল্য ছড়াল।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/4
স্থানীয় বাসিন্দারা জানান, অজগরটি রাস্তা পার হচ্ছিল। তখনই তারা সেটিকে দেখতে পান। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় জাতীয় সড়কের ধারে। কিছুক্ষণের জন্য যান চলাচলের গতি থেমে যায়।
advertisement
3/4
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সর্পপ্রেমী অমিত শর্মা। তিনি অজগরটিকে উদ্ধার করেন। পরে দেখা যায়, এটি প্রায় সাড়ে ছয় ফুট লম্বা একটি পূর্ণবয়স্ক অজগর এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছে।
advertisement
4/4
সোমবার সকালে বনদফতরের সহায়তায় অজগরটিকে অনুকূল ও নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার অভিযানের সময় স্থানীয় মানুষও সহযোগিতা করেন।