Rare Disease: ৮ মাসের শিশু বিরল রোগে আক্রান্ত! প্রয়োজন ১৬ কোটি টাকার ইনজেকশন, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum- সন্তানের জীবন বাঁচাতে মরিয়া সাম্যর মা ও বাবা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সাহায্য প্রার্থনা করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে কাজল শেখ দ্রুত পদক্ষেপ নেন এবং শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
advertisement
1/5

সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের সিউড়ি শহরের সাজানো পল্লীর ৮ মাসের শিশু সাম্য স্পাইনাল মাসকুলার এট্রফি (SMA) নামের বিরল রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৬ কোটি টাকার ইনজেকশন, যা সাম্যর পরিবারের নাগালের অনেক বাইরে।
advertisement
2/5

সন্তানের জীবন বাঁচাতে মরিয়া সাম্যর মা ও বাবা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সাহায্য প্রার্থনা করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে কাজল শেখ দ্রুত পদক্ষেপ নেন এবং শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
সভাধিপতির নিজস্ব ওয়েলফেয়ার সোসাইটি থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় সাম্যর পরিবারের হাতে। কাজল শেখ জানান, “একটি শিশুর জীবন বাঁচানো আমাদের সবার মানবিক দায়িত্ব। আমরা যতটা পারি সাম্যর পাশে থাকব। পাশাপাশি সাধারণ মানুষকেও অনুরোধ করছি সাহায্যের হাত বাড়িয়ে দিতে।” ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
সাম্যর মা সাধারণ মানুষের কাছে কাঁদতে কাঁদতে আবেদন জানিয়েছেন, “সামনেই দুর্গাপুজো। মা আসছেন, আমি চাই আমার ছেলে সুস্থ হোক, স্বাভাবিক জীবনে ফিরুক। আপনাদের সামান্য সাহায্যেই আমার ছেলের প্রাণ বাঁচতে পারে।”
advertisement
5/5
ঘটনাস্থলে উপস্থিত সিউড়ির একাধিক সংবাদমাধ্যমের পক্ষ থেকেও সাম্যর চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়ানো হয়।সাম্যর চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থ প্রয়োজন। পরিবার এবং সভাধিপতির পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rare Disease: ৮ মাসের শিশু বিরল রোগে আক্রান্ত! প্রয়োজন ১৬ কোটি টাকার ইনজেকশন, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের