TRENDING:

হারিয়ে গিয়েছিল হতদরিদ্র দিনমজুরের একমাত্র বাহন সাইকেল! খুঁজে দিল পুলিশ, কতটা খুশি? বলে বোঝান মুশকিল

Last Updated:
গত ৩ সেপ্টেম্বর ২০২৫-এ হারিয়ে যাওয়া তাঁর একমাত্র সম্বল সাইকেলটি প্রায় এক মাস পর থানার তৎপরতায় উদ্ধার হয়ে শনিবার তার হাতে ফেরত গেল।
advertisement
1/6
হারিয়ে গিয়েছিল হতদরিদ্র দিনমজুরের একমাত্র বাহন সাইকেল! খুঁজে দিল পুলিশ, কতটা খুশি?
বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত কানাইপুর গ্রামের দরিদ্র দিনমজুর চন্ডী মুর্মুর মুখে অবশেষে ফুটল স্বস্তির হাসি। গত ৩ সেপ্টেম্বর ২০২৫-এ হারিয়ে যাওয়া তাঁর একমাত্র সম্বল সাইকেলটি প্রায় এক মাস পর থানার তৎপরতায় উদ্ধার হয়ে শনিবার তার হাতে ফেরত গেল। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/6
চন্ডী মুর্মুর একমাত্র সাইকেলটি হারিয়ে যাওয়ার পর থেকেই তিনি চরম দুশ্চিন্তায় ভুগছিলেন। প্রতিদিন জীবিকার তাগিদে দূরদূরান্তে দিনমজুরির কাজে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এই সাইকেল। সাইকেল হারানো মানেই জীবিকার পথে বড় বাধা।
advertisement
3/6
থানায় অভিযোগ দায়েরের পর থেকেই চন্দ্রপুর থানার পুলিশ খোঁজ শুরু করে। শেষ পর্যন্ত পুলিশ শনিবার সাইকেলটি উদ্ধার করে থানা প্রাঙ্গণেই প্রকৃত মালিকের হাতে তুলে দেয়।
advertisement
4/6
চন্ডী মুর্মু সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে জানালেন, “এখন যদি কেউ জিজ্ঞাসা করে সাইকেলটা কেমন করে ফিরে পেলাম, আমি সবাইকে বলব চন্দ্রপুর থানার পুলিশই এটা খুঁজে দিয়েছে। আমি খুব খুশি।”
advertisement
5/6
চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষ বলেন, “গ্রামবাসীর অভিযোগ পেয়েই আমরা তৎপর হই। নিয়মিত নজরদারি ও গোপন সূত্রের ভিত্তিতে সাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। মানুষের আস্থা ফিরিয়ে আনা আমাদের কর্তব্য।”
advertisement
6/6
সাইকেল হারানো অনেকের কাছে হয়ত তেমন বড় ঘটনা নয়, কিন্তু দরিদ্র চন্ডী মুর্মুর কাছে এটি জীবিকার এক অমূল্য সম্পদ। পুলিশের তৎপরতায় সেই অমূল্য সম্বল ফিরে পাওয়ায় চন্ডীর জীবনে ফিরে এসেছে নতুন উদ্দীপনা ও নিশ্চিন্তের হাসি। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
হারিয়ে গিয়েছিল হতদরিদ্র দিনমজুরের একমাত্র বাহন সাইকেল! খুঁজে দিল পুলিশ, কতটা খুশি? বলে বোঝান মুশকিল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল