TRENDING:

Python Rescue : দেখেই হাত-পা ঠাণ্ডা হয়ে গেল কর্মীদের, নর্দমায় পড়ে দৈত্যাকার অজগর! বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে তুমুল হইচই

Last Updated:
Python Rescue : বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রায় ৯ ফুট লম্বা একটি পূর্ণবয়স্ক অজগর নর্দমা থেকে উদ্ধার।
advertisement
1/5
ভয়ে হাত-পা ঠাণ্ডা কর্মীদের, নর্দমায় পড়ে দৈত্যাকার অজগর! বক্রেশ্বরে তুমুল হইচই
বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে শনিবার দুপুরে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। প্রায় ৯ ফুট লম্বা একটি পূর্ণবয়স্ক অজগর রাস্তা পার হওয়ার সময় আচমকা পাশের নালায় পড়ে যায়। মুহূর্তেই তাপবিদ্যুৎ কেন্দ্র চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। (ছবি ও তথ্য -সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
প্রত্যক্ষদর্শীরা দ্রুতই খবর দেন দুবরাজপুর রেঞ্জ অফিসে। খবর পেয়ে অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় রেঞ্জ অফিসের রেসকিউ টিম। তাঁদের সঙ্গে ছিলেন সর্পপ্রেমী ও সাপরক্ষক অমিত শর্মা। এলাকা ঘিরে ফেলে শুরু হয় উদ্ধার প্রস্তুতি।
advertisement
3/5
বনদফতরের কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করেন। টিম সূত্রে জানা যায়, সাপটি সম্পূর্ণ সুস্থ ও আঘাতহীন অবস্থাতেই উদ্ধার করা সম্ভব হয়েছে। উপস্থিত কর্মীদের পেশাদারিত্বে সাধারণ মানুষের আতঙ্কও দ্রুত দূর হয়।
advertisement
4/5
দুবারাজপুর রেঞ্জ অফিস জানায়, প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষার পর উপযুক্ত পরিবেশে অজগরটিকে ছেড়ে দেওয়া হবে। সর্পপ্রেমী অমিত শর্মা বলেন, "অজগর স্বভাবগতভাবে আক্রমণাত্মক নয়। আতঙ্ক ছড়ানো উচিত নয়, বরং এমন পরিস্থিতিতে বনদফতরকে খবর দেওয়া সেরা উপায়।"
advertisement
5/5
ঘটনাটি দেখতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বহু কর্মী ভিড় করেন। অজগরটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি ছড়ায় এলাকাজুড়ে। বনদফতর জানায়, খাদ্যের সন্ধানেই এরা মাঝে মাঝে জনবসতিতে ঢুকে পড়ে। এমন ঘটনা মানুষকে আবারও মনে করিয়ে দিল বন্যপ্রাণীর সঙ্গে সহাবস্থানের জরুরি শিক্ষাটি। <strong>(ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Python Rescue : দেখেই হাত-পা ঠাণ্ডা হয়ে গেল কর্মীদের, নর্দমায় পড়ে দৈত্যাকার অজগর! বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে তুমুল হইচই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল