West Bengal News: মাছ বা কোনও জন্তু নয়, অজয়ে জেলেদের জালে উঠল বাইক! রহস্য লুকিয়ে মাস কয়েক আগে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: অজয় নদের জলে জাল ফেলতেই টান ধরে। জেলেরা জলের নীচে গেলে বুঝতে পারেন কিছু একটা লেগেছে।
advertisement
1/5

অজয় নদে মাছ ধরার সময় জেলেদের জালে লেগে বালির চর থেকে উঠে এল বাইক (West Bengal News)! বুধবার মৎস্যজীবীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় জীবন ও জীবিকার তাগিদে নিত্য দিনের মতো অজয় নদে জাল ফেলে মাছ ধরতে গিয়েছিলেন কাঁকসার বিদবিহারের রাউৎডিহির একদল জেলে।
advertisement
2/5
অজয় নদের জলে জাল ফেলতেই টান ধরে। জেলেরা জলের নীচে গেলে বুঝতে পারেন কিছু একটা লেগেছে। অনেক কষ্টে বালির চড় থেকে জাল নদের পাড়ে নিয়ে যেতেই চক্ষু চড়কগাছ।
advertisement
3/5
দেখতে পাওয়া যায় একটি লাল রঙের হিরোহোন্ডা বাইক। সেটি তারা নিয়ে যান গ্রামে। প্রাথমিক অনুমান কয়েকমাস আগে বন্যায় অজয়ের বাঁশের নড়বড়ে মাচা ভেঙে তলিয়ে যায় দুই ব্যক্তি ও বাইক।
advertisement
4/5
দুই ব্যক্তি কোনওক্রমে বেঁচে গেলেও তলিয়ে যায় বাইক। জেলেদের দাবি, সঠিক প্রমাণ দেখিয়ে তাদের উদ্ধারের মজুরি দিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে এলে তবেই তারা তাদের হাতে তুলে দেবে বাইক।
advertisement
5/5
এর আগে জেলেদের জালে নানা সময় নানা অদ্ভূত জিনিস উঠে এসেছে, কিন্তু কখনও জেলেদের জালে বাইক উঠে এসেছে, এমন কাণ্ড কখনও ঘটেছে বলে মনে করতে পারছেন না কেউ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মাছ বা কোনও জন্তু নয়, অজয়ে জেলেদের জালে উঠল বাইক! রহস্য লুকিয়ে মাস কয়েক আগে?