Big Fish: ইলিশ তো খান চেটেপুটে, সবচেয়ে বড় ইলিশ কোথায় মিলেছিল জানেন? ওজন আর দামে আঁতকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Big Fish: এমনিতেই বড় ইলিশের স্বাদে পাগল বাঙালি। আর সেই মাছ যদি মেলে দিঘাতেই, তাহলে তো কথাই নেই।
advertisement
1/7

ইলিশ মানেই বাঙালির কাছে এক চিরন্তন স্বাদ। ইলিশ ভাজা, ভাপা থেকে সর্ষে ইলিশ- এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায়। ইলিশের প্রতি পদেই যেন বাঙালির জিভে জল। আর সেই ইলিশ যদি হয় কয়েক কেজি ওজনের, তাহলে তো কথাই নেই। এবার তেমনই ইলিশের দেখা মিলল দিঘায়।
advertisement
2/7
এমনিতেই বড় ইলিশের স্বাদে পাগল বাঙালি। আর সেই মাছ যদি মেলে দিঘাতেই, তাহলে তো কথাই নেই। এক-দুই নয়, এবার চার কেজি ওজনের এক ইলিশ ধরা পড়েছিল দিঘার সমুদ্রে। চকচকে রুপোর মতো গোটা শরীর। মাছটি মাথা থেকে লেজ পর্যন্ত প্রায় ২ ফুট লম্বা। অন্যান্য ইলিশ মাছের সঙ্গেই এই ইলিশ মাছটিও আসে দিঘা মোহনায়। তবে মাছটির আকার আয়তন দেখেই সকলের তাক লেগে গিয়েছিল।
advertisement
3/7
স্বাভাবিক ভাবেই ওই মাছটি দেখতে ভিড় জমে যায় গোটা এলাকায়। দিঘায় বেড়াতে যাওয়া পর্যটকদেরও অনেকে ছুটে এসেছিলেন সেখানে। যদিও এই ইলিশ মাছ কেনার সাধ্য অনেকের ছিলই না। তাই মোবাইলে ছবি তুলে নিয়ে ক্ষান্ত থাকতে হয় অনেককে।
advertisement
4/7
দিঘা মোহনার ‘মা জাহ্নবী’ আড়তে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের ঢাউস আকারের ইলিশটি উঠেছিল। অন্যান্য মাছের মধ্যে ইলিশটিকে মহারাজের মতো সাজিয়ে রেখেছিলেন আড়ৎদার যামিনী হাজরা। স্বাভাবিকভাবেই সকলেরই চোখ আটকে যাচ্ছিল ইলিশটিতে।
advertisement
5/7
আবার বাংলাদেশের মৎস্যজীবীরা বলছেন, ২০১৬ সালে মেঘনা নদীতে জেলেদের জালে সাড়ে তিন কেজি ওজনের বিশাল আকারের একটি ইলিশ মাছ ধরা পড়েছিল। স্থানীয় জেলেরা জানিয়েছিলেন, বিগত ৫০ বছরেও তাঁরা এত বড় ইলিশ মাছ চোখে দেখেননি।
advertisement
6/7
বিশাল সাইজের ইলিশটি বিক্রি হয়েছিল ১২ হাজার ২০০টাকায়। মৎস্যজীবীরা জানিয়েছেন, এ ধরনের বড় ইলিশ আশির দশকে পাওয়া যেত। তবে এখন আর তেমন দেখতে পাওয়া যায় না।
advertisement
7/7
২০১৯ সালে তিন কিলো ওজনের ইলিশ ঘিরে হইচই পড়ে গিয়েছিল বাংলাদেশের গোয়ালন্দে। দৌলতদিয়ার সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে নাথু হালদার নামে এক মৎস্যজীবীর জালে প্রায় তিন কিলোগ্রাম ওজনের ইলিশটি ধরা পড়েছিল। ১৪ হাজার টাকায় সেটি কিনে নিয়েছিলেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী। তাঁর কাছ থেকে এক ব্যক্তি ১৯ হাজার টাকায় ইলিশ মাছটি কিনে নেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Big Fish: ইলিশ তো খান চেটেপুটে, সবচেয়ে বড় ইলিশ কোথায় মিলেছিল জানেন? ওজন আর দামে আঁতকে উঠবেন