TRENDING:

৫১ সতী পীঠের অন্যতম ঐতিহ্যবাহী বর্গভীমা মন্দির, এবার মায়ের ভোগ পেল বিশেষ স্বীকৃতি

Last Updated:
প্রতিদিন ভোগশালায় ভোগ গ্রহণের শেষে স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার করা হয়।
advertisement
1/6
৫১ সতী পীঠের অন্যতম ঐতিহ্যবাহী বর্গভীমা মন্দির, এবার মায়ের ভোগের বিশেষ স্বীকৃতি
খুশি তমলুকের মা বর্গভীমার মন্দির কর্তৃপক্ষ।, ভোগের ভালো খবরে খুশি পুর্নার্থীরাও। ৫১ সতী পীঠের অন্যতম ঐতিহ্যবাহী বর্গভীমা মন্দিরের ভোগকে স্বাস্থ্যসম্মত খাবারের স্বীকৃতি দেওয়ায় খুশি সকলেই। স্বীকৃতি দিয়েছে রাজ্য খাদ্য সুরক্ষা দফতর। প্রতিদিন নিয়মিত বর্গভীমা দেবীর দুবেলা অন্ন ভোগ নিবেদন হলেও সাধারণ পুন্যার্থীদের জন্য দুপুরেই অন্ন ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে। প্রতিদিনই শয়ে শয়ে মানুষ এই অন্য ভোগ গ্রহণ করেন।
advertisement
2/6
এছাড়াও বিশেষ বিশেষ তিথিতে এই সংখ্যাটা কয়েক গুণ বেড়ে যায়। সেই অন্নপ্রসাদ কতটা স্বাস্থ্যসম্মত তা খতিয়ে দেখতে কয়েক মাস আগে খাদ্য সুরক্ষা দফতরের প্রতিনিধিরা মন্দিরে এসে খতিয়ে দেখেন। এরপরই তাঁরা মন্দির কর্তৃপক্ষকে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য শংসাপত্র তুলে দেন। যা ঘিরে খুশি মন্দির কর্তৃপক্ষ থেকে পুজো দিতে আসা পুণ্যার্থীরাও। আসলে প্রায়ই রাজ্যে ভোগ প্রসাদ খেয়ে অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়।
advertisement
3/6
খাদ্য সুরক্ষা দফতর উদ্যোগ নিয়ে বিভিন্ন মন্দিরের ভোগ স্বাস্থ্যসম্মত কিনা তা খতিয়ে দেখছেন। বর্গভীমা মন্দিরে আমিষ ভোগের স্বাদ পেতে প্রতিদিনই লাইন দিয়ে টিকিট কেটে ভোগ গ্রহন করে জেলা সহ জেলার বাইরে থেকে আসা শতাধিক মানুষ।
advertisement
4/6
দুপুরের অন্নভোগে থাকে আলু কলা ভাজা,ভাত, ডাল ,মাছের ঝোল, মাছের অম্বল,শুক্ত ,পায়েস, চাটনি। মন্দির কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্যসম্মত ভোগ পরিবেশন এর জন্যই সাধারণ ভক্তদের জন্য দুপুরেই ভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়।
advertisement
5/6
ভোগ গ্রহণের সবজি কাটা থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত সমস্ত দিকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হয়।
advertisement
6/6
প্রতিদিন ভোগশালায় ভোগ গ্রহণের শেষে স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার করা হয়। Input- Sujit Bhowmik
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
৫১ সতী পীঠের অন্যতম ঐতিহ্যবাহী বর্গভীমা মন্দির, এবার মায়ের ভোগ পেল বিশেষ স্বীকৃতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল