TRENDING:

ভীম একাদশীতে সধবা-বিধবা মহিলারা অর্চনা করেন কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দির, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ

Last Updated:
মন্দিরের পুরোহিত জানান এই মেলার বিশেষত্ব সধবা এবং বিধবা সব মহিলারাই ভগবান রাম, সীতার কাছে অর্ঘ্য নিবেদন করবেন। সধবারা প্রার্থনা করবেন তারা যাতে সধবা হয়েই থাকেন, বিধবারা প্রার্থনা করবেন তারা যাতে আগামী জন্মে বিধবা না হন।
advertisement
1/4
ভীম একাদশীতে সধবা-বিধবা মহিলারা অর্চনা করেন কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দির
#নদিয়া: নদিয়ার কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দির এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সারা বছরেই বহু দূর দূরান্ত থেকে ভক্তের দল আসে এখানে পুজো দিতে। বিশেষত শিবরাত্রিতে ভক্তের ঢল দেখা যায় এখানে। বিগত দুবছর করোনা মহামারীর কারণে বিশেষ সমাগম দেখা যায়নি মন্দির চত্বরে। তবে ভীম একাদশীতে প্রতিবছর একটি মেলার আয়োজন করা হয় শিবনিবাস মন্দিরে। ভক্তরা বহু দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে এখানে।
advertisement
2/4
শিব নিবাস মন্দিরের পুরোহিতের থেকে জানা যায় রাজা কৃষ্ণচন্দ্র বর্গীদের ভয়ে কৃষ্ণগঞ্জে আশ্রয় নেন। সেই সময়ই রাজা কৃষ্ণচন্দ্র এই শিবনিবাস মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এবং তারই নেতৃত্বে আয়োজিত হয় এই ভীম একাদশীর মেলা। এই মেলা শিবরাত্রি পর্যন্ত চলবে বলে জানা যায়। এবার শিবনিবাস এর ভীম একাদশীর মেলা পদার্পণ করলো ২৫৮ বছরে।
advertisement
3/4
মন্দিরের পুরোহিত জানান এই মেলার বিশেষত্ব সধবা এবং বিধবা সব মহিলারাই ভগবান রাম, সীতার কাছে অর্ঘ্য নিবেদন করবেন। সধবারা প্রার্থনা করবেন তারা যাতে সধবা হয়েই থাকেন, বিধবারা প্রার্থনা করবেন তারা যাতে আগামী জন্মে বিধবা না হন।
advertisement
4/4
এই মেলার অন্য একটি বৈশিষ্ট্য হল খই। বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা আসেন এই মেলায় খই নিয়ে। এই মেলার একটি বিশেষ দ্রব্য খই। ভক্তরা পুজো দেওয়ার পর কিছুটা খই নিয়ে বাড়ি যান। ভীম একাদশীর দিনে শিবনিবাস মন্দিরে পুজো দিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও। Input-Mainak Debnath
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ভীম একাদশীতে সধবা-বিধবা মহিলারা অর্চনা করেন কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দির, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল