North 24 Parganas News: গঙ্গার মাঝে ভাটপাড়া আইল্যান্ডে পিকনিকে গিয়েই ভয়াবহ কাণ্ড! পুলিশের তৎপরতায় অবশেষে যে ভাবে হল উদ্ধার
- Reported by:Rudra Narayan Roy
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
গঙ্গার মাঝে ভাটপাড়া আইল্যান্ডে বনভোজনে গিয়েই বিপদের সম্মুখীন, পুলিশের তৎপরতায় অবশেষে যে ভাবে হল উদ্ধার!
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: গঙ্গার মাঝে ভাটপাড়া আইল্যান্ডে বনভোজনে গিয়েই বিপদের সম্মুখীন, পুলিশের তৎপরতায় অবশেষে উদ্ধার। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটপাড়া থানায় খবর আসে কয়েকজন যুবক পরিবার-পরিজন নিয়ে হুগলি নদীর ওই চড়ে বনভোজন করতে গিয়ে আটকে পড়েছেন
advertisement
2/6
পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। কী কারণে তাঁরা ফিরতে পারছিলেন না, তা প্রথমে স্পষ্ট না হলেও ক্রমশ পরিস্থিতি জটিল আকার নেয়, কারণ জোয়ার আসার সময় ঘনিয়ে আসছিল। এতে পরিবারগুলির উৎকণ্ঠা চরমে পৌঁছয়
advertisement
3/6
খবর পেয়েই তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে রওনা দেন এসিপি জগদ্দল বিশ্বজিৎ পাত্র। তাঁর নেতৃত্বে ভাটপাড়া থানার অফিসাররা স্থানীয়ভাবে দ্রুত একটি নৌকার ব্যবস্থা করে আটকে পড়া মানুষজনদের উদ্ধারে রওনা দেন চরের উদ্দেশে
advertisement
4/6
বেশ কিছু সময়ের চেষ্টায় নদীর চরে আটকে থাকা সকলকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শিশুরাও ছিলেন বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, হুগলি নদীর পশ্চিম দিকে ভাটপাড়া শহরের কাছেই অবস্থিত এই চরের নাম স্থানীয়দের কাছে পরিচিত ‘ভাটপাড়া আইল্যান্ড’
advertisement
5/6
বহু উৎসাহী মানুষজন প্রায়ই বনভোজনের উদ্দেশে এই জায়গায় পৌঁছে যান। যদিও এলাকাটি আগেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং প্রশাসনের তরফে নিষেধাজ্ঞাও জারি ছিল, তবুও পর্যাপ্ত নজরদারির অভাবে সাধারণ মানুষ সেখানে যাতায়াত করে থাকেন
advertisement
6/6
এই ঘটনার পর প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভাটপাড়া আইল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরও কড়াকড়ি করা হবে এবং নজরদারি বাড়ান হবে। পুলিশের দ্রুত ও সাহসী পদক্ষেপে বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন বনভোজনে যাওয়া ওই পরিবারগুলি এমনটাই মত স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় নৌকা চালানো ব্যক্তিদেরও বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। পরিত্যক্ত ওই চড়ে, বিষাক্ত সাপেরও ভয় রয়েছে বলেই জানিয়েছেন স্থানীয় এলাকার মানুষজন
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: গঙ্গার মাঝে ভাটপাড়া আইল্যান্ডে পিকনিকে গিয়েই ভয়াবহ কাণ্ড! পুলিশের তৎপরতায় অবশেষে যে ভাবে হল উদ্ধার