East Bardhaman News: বর্ধমানে শুরু হল ভারত সংস্কৃতি উৎসব, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন, অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের শিল্পীরা
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Bardhaman Bharat Sanskriti Utsab: বর্ধমানে শুরু হচ্ছে ১৮'তম ভারত সংস্কৃতি উৎসব। ভারত ছাড়াও আমেরিকা, জাপান, দুবাই, শ্রীলংকা-সহ বহু দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়।
advertisement
1/5

বর্ধমানে শুরু হচ্ছে ১৮'তম ভারত সংস্কৃতি উৎসব। সুর, তাল, লয় আর নৃত্যের ছন্দে মুখরিত বর্ধমান। এবছর আমেরিকা, জাপান, দুবাই, ভিয়েতনাম, মালয়েশিয়া, শ্রীলংকা, হল্যাণ্ড এবং রোমানিয়ার শিল্পীরা ছাড়াও ভারতবর্ষের ১৮টি রাজ্য থেকে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন এখানে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/5
উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ডা.সোমা বন্দোপাধ্যায়। ভারত সংস্কৃতি উৎসবের কর্ণধার প্রসেনজিত পোদ্দার জানিয়েছেন, এবছর এই উৎসবে মোট ৮৭৭৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। তার মধ্যে পূর্ব বর্ধমান জেলার থেকে অংশগ্রহণ করবেন ৪৬৬২ জন প্রতিযোগী।
advertisement
3/5
বৃহস্পতিবার থেকে বর্ধমান টাউনহলে এই উৎসবের সূচনা হয়েছে। যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে কলকাতায়।
advertisement
4/5
উদ্যোক্তারা জানান, আমাদের লক্ষ্য সবসময়ই ভারতীয় সংস্কৃতির সারবত্তাকে উদযাপন করা, যেখানে কিংবদন্তি শিল্পী ও নবীন প্রতিভারা একসঙ্গে অংশগ্রহণ করেন। ভারত সংস্কৃতি উৎসব হল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের এক মহা সম্মেলন।
advertisement
5/5
অংশগ্রহণকারী এক নৃত্যশিল্পী বলেন, এটি একটি উৎসব নয়, বরং এক সাংস্কৃতিক সেতুবন্ধন। যেখানে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা একত্রে মিলিত হন সুর ও ছন্দের বন্ধনে। আজকের পরিবর্তনশীল সময়ে সাংস্কৃতিক শিকড় রক্ষা করা অত্যন্ত জরুরি। ভারত সংস্কৃতি উৎসব ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে এক সেতুবন্ধন তৈরি করছে, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বর্ধমানে শুরু হল ভারত সংস্কৃতি উৎসব, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন, অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের শিল্পীরা