ছুটছে গুলি..., ফাটছে বোমা..., রণক্ষেত্র ভাঙড়ে হাড়হিম দৃশ্য! পঞ্চায়েত ঘিরে তুলকালাম! দেখুন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bhangar Clash || Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগে রণক্ষেত্র ভাঙড়। মনোনয়ন জমা করা নিয়ে মঙ্গলবার ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। চারিদিকে গুলির শব্দ, চলল দেদার বোমাবাজি।
advertisement
1/9

বোমা গুলিতে ছয়লাপ! পঞ্চায়েত ভোটের আগে রণক্ষেত্র ভাঙড়। মনোনয়ন জমা করা নিয়ে মঙ্গলবার ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। চারিদিকে গুলির শব্দ, চলল দেদার বোমাবাজি।
advertisement
2/9
আইএসএফ-এর (ISF) মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। অভিযোগ, মনোনয়নপত্র জমা করতে গেলে আইএসএফ-কে বাধা দেয় তৃণমূল কর্মীরা।
advertisement
3/9
ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠে পরিস্থিতি। নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে বিডিও অফিসের কাছে পরের পর বোমা ফেলার অভিযোগ ওঠে। শুধু তাই নয় আইএসএফ প্রার্থীদের মনোনয়ন বানচাল করতে গুলি চালানো হয় বলেও জানা যাচ্ছে। গোটা ঘটনায় আহত দু পক্ষের বেশ কয়েকজন।
advertisement
4/9
শুধু তাই নয় আইএসএফ প্রার্থীদের মনোনয়ন বানচাল করতে গুলি চালানো হয় বলেও জানা যাচ্ছে। গোটা ঘটনায় আহত দু পক্ষের বেশ কয়েকজন।
advertisement
5/9
এদিকে ঘটনাস্থলেই তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলের গাড়িতে মেলে বোমা। অভিযোগ, আরাবুলের ছেলে হাকিমুল ইসলামের গাড়ির ড্যাশবোর্ড থেকে উদ্ধার হয় তাজা বোমা।
advertisement
6/9
আইএসএফ কর্মীদের অভিযোগ, তিনটি গাড়িতে রাখা ছিল বোমা। যার মধ্যে একটি আরাবুল ইসলামেরও।
advertisement
7/9
অন্যদিকে, এই বিষয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি জানিয়েছেন,”অশান্তির ঘটনায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। একজন প্রার্থীকে গুলি করা হয়। তাদের মনোনয়ন আটকাতেই তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা এই কাজ করেছেন।”
advertisement
8/9
বহু গাড়ি ভাঙা হয়। সেই সময় তার গাড়ি ভাঙচুর করে বাইরে থেকে কেউ বা কারা তার গাড়ির ভিতর বোমা ঢুকিয়ে দিয়েছে বলে অভিযোগ আরাবুল ইসলামের ছেলের।
advertisement
9/9
ভোট পূর্বে তাকে ফাঁসাতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেন হাকিমুল। তবে সবমিলিয়ে চরমে পৌঁছয় পরিস্থিতি। এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পরে আতঙ্ক।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ছুটছে গুলি..., ফাটছে বোমা..., রণক্ষেত্র ভাঙড়ে হাড়হিম দৃশ্য! পঞ্চায়েত ঘিরে তুলকালাম! দেখুন...