শক্তির শিরোপায় বাংলার গর্ব! ওয়ার্ল্ড স্ট্রেন্থ অ্যান্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সোদপুরের ছেলেরা
- Reported by:Subhajit Sarkar
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
পদক জয়ের পর দেশে ফিরতেই বিজয়পুর ব্যায়াম সমিতির সদস্যরা তাদের সংবর্ধনা দেন এবং কেক কেটে উদযাপন করেন এবং তাদেরই সাফল্যকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ দেন। অরবিন্দ ও বরুন জানা এই আন্তর্জাতিক সাফল্য তাদের কাছে স্বপ্ন পূরণের মতো।
advertisement
1/5

ওয়ার্ল্ড স্ট্রেন্থ এন্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সোদপুরের গর্বথাইল্যান্ডের পাতায়াতে ১৬ থেকে ১৯ জুলাই অনুষ্ঠিত হল ১২তম ওয়ার্ল্ড স্ট্রেন্থ এন্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। ১৭টি দেশের ১৭২ জন প্রতিযোগীর মাঝে ভারতের হয়ে অংশ নেন সোদপুরের দুই ক্রীড়াবিদ—অরবিন্দ ভট্টাচার্য ও বরুন দাস। তাঁরা বিশ্বমঞ্চে অসাধারণ সাফল্য এনে দিলেন।
advertisement
2/5
সোদপুরের বিজয়পুর ব্যায়াম সমিতির সদস্য অরবিন্দ ভট্টাচার্য ৮৩ কেজি ওজন শ্রেণিতে স্ট্রেন্থ লিফটিংয়ে সোনা ও ইনক্লাইন বেঞ্চ প্রেসে রুপো জয় করেন। তার সহপ্রতিযোগী বরুন দাস একই ওজন বিভাগে ইনক্লাইন বেঞ্চ প্রেসে রুপো অর্জন করেন।
advertisement
3/5
পদক জয়ের পর দেশে ফিরতেই বিজয়পুর ব্যায়াম সমিতির সদস্যরা তাদের সংবর্ধনা দেন এবং কেক কেটে উদযাপন করেন এবং তাদেরই সাফল্যকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ দেন। অরবিন্দ ও বরুন জানা এই আন্তর্জাতিক সাফল্য তাদের কাছে স্বপ্ন পূরণের মতো।
advertisement
4/5
প্রতিকূলতা পেরিয়ে তাঁরা এই পর্যায়ে পৌঁছেছেন। ভাষায় প্রকাশ করা কঠিন—দেশ, বাংলা ও সোদপুরের নাম বিশ্বের দরবারে তুলে ধরতে পেরে তাঁরা গর্বিত।
advertisement
5/5
ভবিষ্যতে আরও বড় মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান তাঁরা। তাঁদের এই সাফল্য শুধু ব্যক্তি নয়, গোটা বাংলার জন্য এক গৌরবময় অধ্যায়। সোদপুরবাসীর কাছে তাঁরা এখন অনুপ্রেরণার প্রতীক নতুন প্রজন্মকে উৎসাহ জোগাবে বলেও আশা রাখছেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
শক্তির শিরোপায় বাংলার গর্ব! ওয়ার্ল্ড স্ট্রেন্থ অ্যান্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সোদপুরের ছেলেরা