TRENDING:

North 24 Parganas News: পুজোর আগেই বড় খবর! পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ, স্বাদে তৃপ্তিতে পরিতৃপ্ত বাঙালি

Last Updated:
Hilsa News: পুজোর আগেই বঙ্গে এলো পদ্মার ইলিশ
advertisement
1/7
পুজোর আগেই বঙ্গে এলো পদ্মার ইলিশ
উত্তর ২৪ পরগনা: বাংলাদেশ থেকে ভারতে এলো পদ্মার ইলিশ। পশ্চিমবঙ্গে দু’হাজার পঞ্চাশ মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠানোর কথা ঘোষণা করেছিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। তার ৪৮ ঘণ্টার মাথায় পেট্রাপোল সীমান্ত দিয়ে এ রাজ্যে প্রথম ধাপে প্রবেশ করল বাংলাদেশের পাঠানো ইলিশ বোঝাই ট্রাক। প্রতীকী ছবি ৷
advertisement
2/7
এদিন বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে দুটি ট্রাকে করে আট টন ইলিশ মাছ পশ্চিমবঙ্গে এসেছে। পেট্রাপোলে ক্লিয়ারিং এজেন্টদের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, 'বাংলাদেশে আরও কিছু গাড়ি যানজটের জেরে দাঁড়িয়ে আছে। ওই মাছও ভারতে আসবে। প্রতীকী ছবি ৷
advertisement
3/7
গত বারও ইলিশ মাছ পাঠিয়েছিল বাংলাদেশের সরকার। বাঙালি এই মাছ পেয়ে খুশি।' ইলিশ বোঝাই ট্রাক নিয়ে ভারত সীমান্তে আসা বাংলাদেশের চালক মহম্মদ নাজুম শেখ বলেন, 'পুজোর উপহার হিসাবে বাংলাদেশ সরকার ইলিশ পাঠিয়েছে। খুলনা থেকে এই ইলিশ আমরা নিয়ে এসেছি।' মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে আসা ওই ইলিশগুলির ওজন এক থেকে দেড় কেজির মধ্যে। প্রতীকী ছবি ৷
advertisement
4/7
তার দাম কেজি প্রতি অন্তত দেড় হাজার টাকা বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। ধীমান রায় নামে এমনই এক ব্যবসায়ী বলেন, আট টন ইলিশ এল। বাঙালিদের পরিপূর্ণ ভাবে ভোজ খাওয়াতে পারব। প্রতীকী ছবি ৷
advertisement
5/7
তবে মাছের দাম আগের থেকে বাড়বে। কেজি প্রতি অন্তত দেড় হাজার টাকা দাম হবে। এই মাছ হাওড়া, শিয়ালদহ, পাতিপুকুর এমনকি শিলিগুড়িও যাবে।' অশোক মণ্ডল নামে আর এক ব্যবসায়ী বলেন, 'বাঙালির ইলিশের প্রতি টান আছে। প্রতীকী ছবি ৷
advertisement
6/7
বাংলাদেশ থেকে এই ইলিশ আসায় আমরা খুব খুশি। পুজোর আগে পুরো মাছ চলে আসবে বলে মনে করছি। এ বার থেকে নিয়মিত মাছ আসবে।' সম্প্রতি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানিতে অনুমতি দেওয়া হয়েছে। প্রতীকী ছবি ৷
advertisement
7/7
৫২টি বাণিজ্যিক সংস্থা ৩৫ মেট্রিক টন করে ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে। সেই ঘোষণা অনুযায়ী এদিন এল প্রথম দফার পদ্মার ইলিশ। গত বছরে বাংলাদেশ থেকে ইলিশ এসেছিল দু’হাজার আশি মেট্রিক টন। ভোজন রসিক বাঙালির এবারের পূজোয় জমিয়ে ভুরিভোজ হবে, বাংলাদেশের ইলিশ দিয়েই। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পুজোর আগেই বড় খবর! পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ, স্বাদে তৃপ্তিতে পরিতৃপ্ত বাঙালি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল