Bengali Sweet: বসিরহাটের কাঁচাগোল্লা তো খেয়েছেন, এবার চেখে দেখুন মালাই প্রদীপ, একবার খেলে স্বাদ ভুলবেন না
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
মালাই প্রদীপ দেখতে অনেকটা প্রদীপের মতোই, সন্দেশের ভিতরে দুধের সর দিয়ে তৈরি হয় এই মিষ্টি
advertisement
1/6

বাঙালি মানেই মিষ্টিপ্রেমী। উৎসবের মরশুম শেষ হলেও, বাঙালির পাতে হরেক কিসিমের মিষ্টি থাকবেই। বসিরহাটের বিখ্যাত মিষ্টি কাঁচাগোল্লা। কিন্তু এর পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে নতুন মিষ্টি মালাই প্রদীপ।
advertisement
2/6
মালাই প্রদীপ দেখতে অনেকটা প্রদীপের মতোই, সন্দেশের ভিতরে দুধের সর দিয়ে তৈরি হয় এই মিষ্টি।
advertisement
3/6
মালাই প্রদীপ তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না। পরিশ্রমও কম। মালাই প্রদীপ বানাতে লাগে দুধ, ছানা, এলাচ, কিশমিশ।
advertisement
4/6
কীভাবে বানাবেন এই মিষ্টি? প্রথমে দুধ অনেক ক্ষণ ফুটিয়ে নিন। তার পর এই ঘন দুধ সন্দেশের মধ্যে পুড়ের মতো দিয়ে প্রদীপের আকার গড়তে হবে।
advertisement
5/6
মালাই প্রদীপের এক প্রান্তে বসিয়ে দিন একট কিসমিস, মনে হবে যেন আগুনের শিখা।
advertisement
6/6
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরের প্রাণকেন্দ্র বোটঘাট সংলগ্ন মিষ্টি ব্যবসায়ী প্রদীপ ঘোষের দোকান-সহ শহরের বেশ কিছু দোকানে মিলছে এই মিষ্টি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bengali Sweet: বসিরহাটের কাঁচাগোল্লা তো খেয়েছেন, এবার চেখে দেখুন মালাই প্রদীপ, একবার খেলে স্বাদ ভুলবেন না