Bengali News: শুশুনিয়ার ঐতিহ্যবাহী পাথর শিল্পের সে এক দিন ছিল!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
সরকার পাথর কাটায় নিষেধাজ্ঞা জারি করেছে। তাই অস্তিত্ব সঙ্কটে ভুগছে শুশুনিয়ার ঐতিহ্যবাহী পাথর শিল্প
advertisement
1/6

বাঁকুড়ার শুশুনিয়ার কর্মকার পরিবার। শোনা যায় এই পরিবারের হাত ধরেই শুরু হয়েছিল ঐতিহ্যবাহী পাথর শিল্প।
advertisement
2/6
সনাতন কর্মকার সহ শুশুনিয়া থেকে মোট তিনজন শিল্পী পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার।
advertisement
3/6
২০০৭ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান সনাতন কর্মকার।
advertisement
4/6
পাহাড়ের পাথর কাটা বেআইনি হয়ে যাওয়ার পর পাথর শিল্পীদের জীবন-জীবিকায় টান পড়েছে।
advertisement
5/6
বাধ্য হয়ে বাইরের রাজ্য থেকে বেশি দামে পাথর এনে শিল্পীরা তৈরি করছেন নানান অপূর্ব সুন্দর কারুকার্য।
advertisement
6/6
হারিয়ে যেতে বসা এই শিল্প এখনও ধরে রেখেছেন সনাতন কর্মকারের মত শিল্পীরা।