TRENDING:

Winter Weather Forecast: ছাতার সঙ্গে রাখুন শীতবস্ত্র! বৃষ্টির পরেই বঙ্গে শীত? কী বলছেন হাওয়া অফিস

Last Updated:
সকাল থেকেই মেঘলা আকাশ। বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই উপরেই থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
1/6
ছাতার সঙ্গে রাখুন শীতবস্ত্র! বৃষ্টির পরেই বঙ্গে শীত? কী বলছেন হাওয়া অফিস
সকাল থেকেই মেঘলা আকাশ। বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই উপরেই থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
2/6
বৃহস্পতিবার এর মধ্যে বেশি বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতায়।
advertisement
3/6
সকাল থেকেই মেঘলা আকাশ থেমে থেমে ঝিরঝিরে বৃষ্টি বাঁকুড়ায়। ডিসেম্বরের শীতের মাঝে বৃষ্টিতে নাকাল হতে হচ্ছে মানুষজনকে। একদিকে শীতবস্ত অন্যদিকে বৃষ্টি থেকে বাঁচতে রেনকোট ছড়িয়েই রাস্তায় বের হচ্ছেন মানুষজন।
advertisement
4/6
অন‍্যদিকে, সকাল থেকে মেঘলা আকাশ বৃষ্টি পুরুলিয়ায়। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। জেলায় বৃষ্টির পরিমাণ ৩ মিলিমিটার।
advertisement
5/6
বৃহস্পতিবারের পর থেকে বদলাতে পারে বঙ্গের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ৭ তারিখের পর সাইক্লোনের প্রভাব অনেকটাই কমবে এবং রাজ্যে অবাধে প্রবেশ করতে পারবে উত্তুরে হাওয়া।
advertisement
6/6
গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৩ থেকে ৭৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Winter Weather Forecast: ছাতার সঙ্গে রাখুন শীতবস্ত্র! বৃষ্টির পরেই বঙ্গে শীত? কী বলছেন হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল