Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়! বাংলার হাওয়ার গতিতে বদল, শীত বাড়বে নাকি কমবে? জানিয়ে দিল হাওয়া অফিস
- Published by:Ankita Tripathi
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Update: ঘূর্ণিঝড় তৈরি হয়েছে শ্রীলঙ্কা উপকূলে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের নাম দেতোয়া (DITWAH)। নাম দিয়েছে ইয়েমেন।
advertisement
1/6

শীতের দাপট শুরু এখনও হয়নি৷ তবে ইতিমধ্যে বেশ কয়েক ডিগ্রি নেমে গিয়েছে কলকাতা-সহ বঙ্গের তাপমাত্রার পারদ৷ পাশাপাশি আবহাওয়ায় দেখা দিয়েছে শুষ্ক ভাব৷ সকালে এবং রাতের দিকে হালকা শীতের অনুভূতি স্পষ্ট৷
advertisement
2/6
ঘূর্ণিঝড় তৈরি হয়েছে শ্রীলঙ্কা উপকূলে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের নাম দেতোয়া (DITWAH)। নাম দিয়েছে ইয়েমেন।এটি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের দিকে এগোবে। রবিবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে।
advertisement
3/6
এই সিস্টেম শক্তিশালী হওয়া সম্ভাবনা। এর অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে তামিলনাডু এবং পন্ডিচেরি উপকূল। এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আরো সামান্য বাড়তে পারে। সোমবার/ মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা কমতে পারে।
advertisement
4/6
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। কোন কোন জেলায় সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। হালকা শীতের আমেজ। সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি। আগামী ৩/৪ দিন কলকাতায় ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। পশ্চিমের জেলায় ১৪/১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ।
advertisement
5/6
স্বাভাবিকের কাছাকাছি বা উপরে থাকতে পারে তাপমাত্রা। সকালে ও রাতে শীতের আমেজ, বেলায় কিছুটা কমবে শীতের আমেজ। কুয়াশা সতর্কবার্তা না থাকলেও কিছু জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। সবচেয়ে কম তাপমাত্রা পুরুলিয়া শ্রীনিকেতন ও কল্যানীতে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/6
উত্তরবঙ্গের দার্জিলিংয়ের ৬.৫ ডিগ্রি সেলসিয়াস পারদ। আলিপুরদুয়ার ১২ ডিগ্রি সেলসিয়াস।তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েক দিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া। নিচের দিকের জেলা অর্থাৎ দুই দিনাজপুর ও মালদাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী উইকেন্ডে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়! বাংলার হাওয়ার গতিতে বদল, শীত বাড়বে নাকি কমবে? জানিয়ে দিল হাওয়া অফিস