TRENDING:

Bengal Weather News : অবশেষে স্বস্তির বৃষ্টি! নিম্নচাপের জেরে দুর্যোগের আভাস বঙ্গে, সতর্কতা জারি 'এই' জেলাগুলিতে...

Last Updated:
Bengal Weather News : উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়ে গেল কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে (Heavy Rain Forecast)।
advertisement
1/8
অবশেষে স্বস্তির বৃষ্টি! নিম্নচাপের জেরে দুর্যোগের আভাস বঙ্গে, সতর্কতা জারি...
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়ে গেল কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে। এদিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় ভারী ও বজ্র বিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। 
advertisement
2/8
ইতিমধ্যেই শুরু হয়েছে কড়া সতর্কতা। মৎস্যজীবীদের উদ্দেশেও সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে আগামী কয়েকদিন গরম কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস (weather office)।
advertisement
3/8
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।
advertisement
4/8
বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী সময়ে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
advertisement
5/8
সোমবার দুপুরের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
advertisement
6/8
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপর থেকে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
advertisement
7/8
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টি এবং রাতের দিকে কয়েকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
8/8
কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১ টা ১২ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৫.৮১ মিটার (১৯.০৬ ফুট)। লকগেট বন্ধ থাকবে সকাল ১১.০০ টা থেকে দুপুর ৩.৩০ পর্যন্ত। গঙ্গার পাশের লকগেটগুলি যখন বন্ধ থাকবে তখন যদি বৃষ্টি হয় তবে শহরে জল জমবে। লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bengal Weather News : অবশেষে স্বস্তির বৃষ্টি! নিম্নচাপের জেরে দুর্যোগের আভাস বঙ্গে, সতর্কতা জারি 'এই' জেলাগুলিতে...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল