Bengal Weather Forecast : রাজ্যজুড়ে ফের কাঁপাবে বৃষ্টি! আবহাওয়া দফতরের পূর্বাভাস যা জানাচ্ছে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bengal Weather Forecast : কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা।
advertisement
1/7

উত্তর বঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও আগামী দু-একঘণ্টার মধ্যেই বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, হালকা ও মাঝারি ধরণের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও বেশ কয়েকটি জেলায়।
advertisement
2/7
আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে। কলকাতার আকাশ মেঘলা থাকবে। নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে।
advertisement
3/7
কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
advertisement
4/7
আপাতত কিছুটা কমলেও আগামী দুদিন ভিজবে উত্তরবঙ্গও। শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩০ অগাস্ট সোমবারের মধ্যে কেবলমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
advertisement
5/7
বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
advertisement
6/7
অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায়। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ অগাস্ট রবিবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশংকা নদীয়া ও দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও।
advertisement
7/7
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ অগাস্ট সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে সবকটি জেলাতেই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bengal Weather Forecast : রাজ্যজুড়ে ফের কাঁপাবে বৃষ্টি! আবহাওয়া দফতরের পূর্বাভাস যা জানাচ্ছে...