Bengal Weather Forecast : রাজ্যজুড়ে বৃষ্টির আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি! হলুদ সতর্কতা এই জেলাগুলিতে...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bengal Weather Forecast : মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি ক্রমশ উত্তর দিকে সরবে।
advertisement
1/6

উত্তরবঙ্গের ভারী বৃষ্টি চলবে। সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি। কাল থেকে কমবে বৃষ্টি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও।
advertisement
2/6
মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি ক্রমশ উত্তর দিকে সরবে। ওড়িশার নিম্নচাপ ঘূর্ণাবর্ত হয়ে বিহারে অবস্থান করছে। রাজস্থান থেকে বিহার পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। আরো একটি অক্ষরেখা রয়েছে ঝাড়খন্ড থেকে গুজরাট পর্যন্ত। এই অক্ষরেখার ছত্রিশগড় এর উপর দিয়ে যাবে।
advertisement
3/6
কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। হালকা - মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা 25.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুটোই এক ডিগ্রি নিচে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86 থেকে 95 শতাংশ । গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 5 মিলিমিটার।
advertisement
4/6
শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে। শনিবার ও রবিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস।সোমবার থেকে বৃষ্টি ফের বাড়বে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
5/6
দক্ষিণবঙ্গে উপকূলের দুই জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বৃষ্টির পরিমাণ ও বেশি হবে। বাকি জেলাতে হালকা- মাঝারি বৃষ্টি। মূলত মেঘলা আকাশ। কাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
advertisement
6/6
শনি ও রবিবার দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে।আগামী কয়েকদিন বিহার উত্তর প্রদেশ উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে মধ্যভারত ও সংলগ্ন দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে। আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ হরিয়ানা চন্ডিগড় রাজস্থানে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bengal Weather Forecast : রাজ্যজুড়ে বৃষ্টির আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি! হলুদ সতর্কতা এই জেলাগুলিতে...