Bengal Travel: খসে পড়া পলেস্তারার ফাঁকে উঁকি দেয় ২০০ প্রাচীন বছরের ইতিহাস! কলকাতার খুব কাছেই এই রাজবাড়ি ঘুরে দেখেছেন কি?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
হাওড়া জেলার ঐতিহ্যবাহী স্থান গুলির মধ্যে অন্যতম আন্দুল রাজবাড়ী! ২০০ বছরের দোড়গোড়ায় দাঁড়িয়ে এই ইতিহাস, সারা বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাচীন এই প্রাসাদ দর্শন করতে আসে<br><br>
advertisement
1/5

হাওড়া জেলার ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে অন্যতম আন্দুল রাজবাড়ি! ২০০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এই রাজবাড়ির ইতিহাস। সারা বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রাচীন এই প্রাসাদ দর্শন করতে আসে।
advertisement
2/5
১৮৩০ সালে রাজা রামনারায়ণ বাহাদুর প্রাসাদ দিয়ে নির্মাণ কাজ শুরু করে। প্রায় চার বছর নির্মাণ কাজ চলার পর ১৮৩৪ সালে বাড়ি তৈরি সম্পন্ন হয়।
advertisement
3/5
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে বিশাল রাজপ্রাসাদ। সামনে খোলা মাঠ, মাঠের দক্ষিণ প্রান্তে সিংহ দুয়ার। তার কয়েক ফুট দূরত্বে সরস্বতী নদী।
advertisement
4/5
বর্তমানে আন্দুল রাজবাড়িটি সরস্বতীর নদীর উত্তর-পশ্চিমপারে পাড়ে অবস্থিত। কালের নিয়মে সরস্বতী নদী তার গৌরব হারিয়েছে। জানা যায় এক সময় রাজরাড়রা সরস্বতী নদী পথেই বাণিজ্য করত। তখন যাতায়াতের প্রধান মাধ্যম ছিল এই নদী। তবে বর্তমানে এই নদী সরু খালের আকারে প্রবাহিত হচ্ছে।
advertisement
5/5
বর্তমানে আন্দুল রাজবাড়িরতে মিত্র পরিবারের বাস। রাজপ্রাসাদের পশ্চিম দিকে রয়েছে অন্নপূর্ণার মন্দির। অন্নপূর্ণা ছাড়াও বিভিন্ন দেবদেবী সেখানে নিয়ম মেনে পুজিত হন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bengal Travel: খসে পড়া পলেস্তারার ফাঁকে উঁকি দেয় ২০০ প্রাচীন বছরের ইতিহাস! কলকাতার খুব কাছেই এই রাজবাড়ি ঘুরে দেখেছেন কি?