Bengal History: হাওড়ার বিখ্যাত 'দাশনগর'-এর নামকরণ কীভাবে হয়েছিল জানেন?
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Bengal History: হাওড়ার বিখ্যাত স্থান দাশনগর। কিন্তু তার নামকরণের ইতিহাস কজন বাঙালি আর জানে। অথচ এর সঙ্গে জড়িয়ে আছে এক গৌরবোজ্জ্বল গাঁথা
advertisement
1/6

দাশনগর হাওড়ার জনবহুল স্থান। ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ স্থান এই দাশনগরের নামকরণের আসল কারণ জানেন? এই স্থানের নামকরণের পিছনে রয়েছে এক অবাক করা ইতিহাস।
advertisement
2/6
পরিশ্রম আর নিষ্ঠার জোরে গ্রামের খুচরো মুড়ি বিক্রেতা একদিন হয়ে উঠলেন বিখ্যাত শিল্পপতি। তিনি আর কেউ নন, তিনি হলেন হাওড়ার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা বিখ্যাত বাঙালি শিল্পপতি আলামোহন দাশ।
advertisement
3/6
হাওড়ার উদায়নারায়নপুরের প্রত্যন্ত খিলা খিলা থেকে শহরে নিয়মিত এসে মায়ের হাতে ভাজা মুড়ি বিক্রি করতেন আলামোহন দাশ। অন্যের বারান্দায় বসে মুড়ি বিক্রি করার জন্য কখনও গলাধাক্কাও জুটেছে।
advertisement
4/6
সাধারন একজন মুড়ি বিক্রেতা থেকে বিখ্যাত শিল্পপতি হয়ে উঠেছিলেন আলামোহন দাশ। একসময় শিল্পপতি হিসাবে নাম ছড়িয়ে পড়েছিল দেশে-বিদেশে।
advertisement
5/6
ভারত জুট মিল, দাশ মেশিনারি, এশিয়া ড্রাগ কোম্পানি, গ্ৰেট ইন্ডিয়ান স্টিম নেভিগেশন কোম্পানি, আরতি কটন মিল সহ বহু নামী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার নাম আলামোহন দাশ।
advertisement
6/6
আলামোহন দাশের জন্ম ১৯৩০ সালে, তাঁর হাতে শিল্পের বার বারন্ত। বাঙালিকে নতুনভাবে বাঁচার পথ দেখিয়েছিলেন। তাই তাঁর নামেই একটা গোটা জনপদের নামকরণ হয়, হাওড়ায় গড়ে উঠেছিল 'দাশনগর'।