TRENDING:

Bengal BJP: শুধু লক্ষ্মী নয়..., নারায়ণদের জন্যও! বিহারে NDA-র বিপুল জয়ের পর বাংলায় বড় ঘোষণা বিজেপির, যা বললেন সুকান্ত মজুমদার!

Last Updated:
Bengal BJP: '৫০ টাকা বেশি হলেও' অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় দাবি সুকান্তর, বিহারে NDA-র বিপুল জয়ের পরই বঙ্গ বিজেপির বড় ঘোষণা!
advertisement
1/5
শুধু লক্ষ্মী নয়..., নারায়ণদের জন্যও! বিহারে NDA-র বিপুল জয়ের পর বাংলায় বড় ঘোষণা বিজেপির
বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র বিপুল জয়ের পর মালদায় দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন, ক্ষমতায় এলে বিজেপি শুধু বাংলার মহিলাদের বা লক্ষ্মীদের কথাই ভাববে না, পুরুষদের বা নারায়ণদের জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
advertisement
2/5
সুকান্ত মজুমদার বলেন, "বাংলার মা-বোনদের আমরা আশ্বস্ত করছি, বিজেপির ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অর্থ সচিবকে বলেছেন, তিনি লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে বাড়াতে চান।" তবে রাজ্যের আর্থিক পরিস্থিতি খারাপ বলে দাবি করে তিনি বলেন, "২০২৫ সালে প্রায় আট লাখ কোটি টাকা ঋণ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকের মাথার উপর এখন ৭০ হাজার টাকা করে ঋণ রয়েছে। এত ঋণ নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে অত টাকা বাড়ানো সম্ভব নয়। তবে কিছু টাকা বাড়ানো হবে।"
advertisement
3/5
সুকান্ত মজুমদার আরও বলেন, "বিজেপির একজন সাধারণ কর্মী হিসাবে আমি রাজ্যের মহিলাদের আশ্বস্ত করছি, ৫০ টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে, আমরা তার থেকে বেশি অন্নপূর্ণা ভাণ্ডারে দেব।"
advertisement
4/5
তিনি একইসঙ্গে যোগ করেন, "শুধু তাই নয়, লক্ষ্মীর সঙ্গে আমরা নারায়ণদের জন্যও ব্যবস্থা করব।"
advertisement
5/5
তাঁর শাসকদল তৃণমূলকে পাল্টা কটাক্ষ, "তৃণমূল এখন লক্ষ্মীদের কাছ থেকে নারায়ণছাড়া করে দিয়েছে। লক্ষ্মী এখন গ্রামে আর নারায়ণদের কেউ গুজরাত, উত্তরপ্রদেশ, বেঙ্গালুরুতে। যেভাবে বিহারে জীবিকা দিদি করা হয়েছে, মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে, এখানেও সেটা করা হবে। যাতে তাঁর পরিবারকে তাঁদের ছেড়ে যেতে না-হয়।"
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bengal BJP: শুধু লক্ষ্মী নয়..., নারায়ণদের জন্যও! বিহারে NDA-র বিপুল জয়ের পর বাংলায় বড় ঘোষণা বিজেপির, যা বললেন সুকান্ত মজুমদার!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল