Aeroplane: দীর্ঘ পথ পাড়ি, মাঝে একটু ‘রেস্ট’...ফের কলকাতায় ‘সাদা তিমি’! বিমানবন্দরে বেলুগা এক্সএল
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
দিনকয়েক আগেই প্রথমবার কলকাতা বিমানবন্দরে নেমেছিল বেলুগা এক্সএল। পূর্ব ভারতে কলকাতা ছাড়া আর অন্য কোনও বিমানবন্দরে এতবড় বিমান নামা সম্ভব নয় বলেও জানা গিয়েছে বিমানবন্দর সূত্রে।
advertisement
1/6

ফিরতি পথে রাতে কলকাতা বিমানবন্দরে রেস্ট দীর্ঘাকৃতির এই আকাশের সাদা তিমির! আবারও কলকাতায় বেলুগা
advertisement
2/6
চীন থেকে ফিরতি পথে এই আকাশের সাদা তিমি রাতে বিশ্রামের জন্য বেছে নিয়েছে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেই। মঙ্গলবার ই আবার গন্তব্য বাহরিনে উড়ে যাবে সে
advertisement
3/6
দিনকয়েক আগেই প্রথমবার কলকাতা বিমানবন্দরে নেমেছিল বেলুগা এক্সএল। পূর্ব ভারতে কলকাতা ছাড়া আর অন্য কোন বিমানবন্দরে এতবড় বিমান নামা সম্ভব নয় বলেও জানা গিয়েছে বিমানবন্দর সূত্রে
advertisement
4/6
নির্দিষ্ট সময় মেনে বিমানচালক ও কর্মীদের বিশ্রামের জন্যই আবারও কলকাতার মাটি ছুলো আকাশের এই সাদা তিমি, সঙ্গে করা হবে জ্বালানি রিফিলিং
advertisement
5/6
মূলত বৃহৎ আকৃতির পণ্য পরিবহনের জন্যই ব্যবহার করা হয় এই বিমান বলে জানা গিয়েছে। এটি লম্বায় ৬৩.১ মিটার, মাল বহনের ক্ষমতা ৫১ টন
advertisement
6/6
কলকাতা বিমানবন্দরের পার্কিং বে তে দাঁড়ানো এই আকাশের সাদা তিমিকে দেখতেই এখন ভিড় যাত্রীরা সহ উৎসাহী মানুষদের। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল এই দীর্ঘাকৃতির এয়ারবাস বেলুগা এক্সেলের ছবি
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Aeroplane: দীর্ঘ পথ পাড়ি, মাঝে একটু ‘রেস্ট’...ফের কলকাতায় ‘সাদা তিমি’! বিমানবন্দরে বেলুগা এক্সএল