TRENDING:

Be Aware While Going Tarapith: সামনেই কৌশিকী অমাবস্যা, ভক্তের ঢল নামবে তারপীঠে, রাতের অন্ধকারে এ কী বিপদ, সাবধানে যান

Last Updated:
Be Aware While Going Tarapith: রাতের অন্ধকারে তারাপীঠ ঢোকার মুখে ঘটে যেতে পারে দুর্ঘটনা!কী এমন হল তারাপীঠে
advertisement
1/5
সামনেই কৌশিকী অমাবস্যা, ভক্তের ঢল নামবে তারপীঠে, রাতের অন্ধকারে এ কী বিপদ, সাবধানে যান
বীরভূম: বীরভূমের মধ্যে অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। আর এই তারাপীঠ ঢোকার মুখে রাস্তার ধারে বালি,পাথর সহ নানা ইমারতি সামগ্রী মজুত রেখে অবৈধ কারবার চলছেই। এবার তা চলে এসেছে একেবারে পিচ রাস্তার উপর।পর্যটন কেন্দ্র তারাপীঠ যাওয়ার রাস্তার উপর রমরমিয়ে চলেছে এই কারবার।আর তার জেরে ঢাকা পড়ছে সেলফি জোন তারাপীঠ এর তোরণ।
advertisement
2/5
রাস্তার বড় একটা অংশ ইমারতি সামগ্রীর দখলে চলে যাওয়ায় পর্যটক থেকে র স্থানীয়দের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে এবং দুর্ঘটনাও ঘটছে।সেই সঙ্গে পর্যটকদের আকর্ষণ হারাচ্ছে তোরণটি।প্রসঙ্গত ২০১৫ সালে রামপুরহাটের প্রশাসনিক সভা থেকে টিআরডিএ'র সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/5
এরপরই তারাপীঠ জুড়ে উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়।কংক্রিটের জঙ্গল সরিয়ে মন্দির চত্বরে খোলামেলা পরিবেশ তৈরি হয়েছে।চওড়া রাস্তার দেখুরিয়া মোড়ের কাছে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে মা তারার প্রতীকী মুর্তি বসিয়ে তোরণ নির্মাণ করা হয়, যা এলাকার মাইল স্টোনে পরিণত হয়।
advertisement
4/5
অনেক পর্যটক তারাপীঠ এ পুজো দিয়ে বাড়ি ফেরার পথে সেই তোরণের সামনে ছবিও ক্যামেরা বন্দি করেন।বিশেষ বিশেষ তিথিতে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে নানা রঙের আলো দিয়ে সাজিয়ে তোলা হয় তোরণ।বিশেষ করে ভাদ্র মাসের কৌশিকী অবশ্যই আলোর সাজে সেজে ওঠে তোরণ।
advertisement
5/5
কিন্তু বেশ কিছুদিন ধরে সেই তোরণ সামনে বালি, পাথর মজুত রেখে অবৈধ কারবার চলছে। সামনে বর্ষা তখন নদনদী থেকে বালি তোলার উপর নিষেধাজ্ঞা থাকবে।তাই এখন থেকেই বালি মজুত শুরু হয়েছে।ভূমি দফতর সূত্রে জানা গিয়েছে, অনুমতি সাপেক্ষে বৈধ ঘাট থেকে বালি তুলে মজুত করা যেতে পারে।তবে রাস্তার অন্তত ২০০ মিটার দূরে বালি মজুত করতে হবে।কিন্তু সেই নিয়ম মানা হচ্ছে না।উল্টে রাস্তার উপর চলছে কারবার।নেওয়া হচ্ছে না প্রশাসনিক পদক্ষেপ।রাতের অন্ধকারে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। Input- Souvik Roy
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Be Aware While Going Tarapith: সামনেই কৌশিকী অমাবস্যা, ভক্তের ঢল নামবে তারপীঠে, রাতের অন্ধকারে এ কী বিপদ, সাবধানে যান
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল