North 24 Parganas News : স্বাস্থ্য ও পরিচ্ছন্নতায় ফাটাফাটি ব্যবস্থা! কেন্দ্রের জোড়া সার্টিফিকেট পেল 'এই' পুরসভা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News : স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে পরিচ্ছন্নতা, সব দিকেই একের পর এক সাফল্যের নজির গড়ে চলেছে বসিরহাট পৌরসভা। সম্প্রতি পুরসভা জোড়া স্বীকৃতি পেয়েছে।
advertisement
1/6

স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে পরিচ্ছন্নতা, সব দিকেই একের পর এক সাফল্যের নজির গড়ে চলেছে বসিরহাট পৌরসভা। সম্প্রতি শহরের UPSC-3 হেলথ সেন্টার রাজ্য জুড়ে আলোড়ন ফেলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের National Quality Assurance Standards (NQAS) পরীক্ষায় অসাধারণ ফলাফলের মাধ্যমে। এই হেলথ সেন্টার ৯৩% নম্বর পেয়ে রাজ্যের অন্যতম সেরা হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। <strong>(ছবি ও তথ্য জুলফিকার মোল্যা)</strong>
advertisement
2/6
NQAS পরীক্ষায় এই সাফল্য প্রমাণ করে যে বসিরহাটের নাগরিকদের জন্য মানসম্মত স্বাস্থ্যপরিষেবা নিশ্চিত করতে পৌর প্রশাসন কতটা সচেতন ও সক্রিয়। স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা, চিকিৎসা পরিষেবার মান, রোগীদের সুবিধা এবং পরিকাঠামোগত উন্নয়ন, সবদিক থেকেই UPSC-3 হেলথ সেন্টার এখন রাজ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
advertisement
3/6
শুধু স্বাস্থ্য নয়, ইতিমধ্যে শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষাতেও বসিরহাট পৌরসভা নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের Solid Waste Management (SWM) প্রকল্পের অধীনে বসিরহাট সম্প্রতি পেয়েছে “Garbage Free City (GFC-1)” সার্টিফিকেট। এটি প্রমাণ করে, শহর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগ কতটা কার্যকর ও স্থায়ী প্রভাব ফেলছে।
advertisement
4/6
এই সম্মান অর্জন করা সহজ কাজ নয়। প্রতিদিনের বর্জ্য সংগ্রহ, সঠিকভাবে নিষ্পত্তি, পুনর্ব্যবহার ও জনসচেতনতা, সব মিলিয়ে পৌরসভা গড়ে তুলেছে এক আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা মডেল। নাগরিকদের সহযোগিতা ও পৌরকর্মীদের অক্লান্ত পরিশ্রমেই এই মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে।
advertisement
5/6
স্বাস্থ্য ও পরিবেশ, এই দুই ক্ষেত্রেই বসিরহাট পৌরসভার যুগান্তকারী অগ্রগতি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা। এই দুই সাফল্য শুধু বসিরহাট নয়, সমগ্র রাজ্যের অন্যান্য পৌর প্রশাসনের কাছেও এক উদাহরণ হয়ে উঠেছে।
advertisement
6/6
শহর এখন গর্বের সঙ্গে বলতে পারে, পরিচ্ছন্ন পরিবেশের মাঝে স্বাস্থ্যই প্রকৃত সম্পদ। বসিরহাট পৌরসভার এই অর্জন প্রমাণ করে, সমন্বিত প্রচেষ্টা ও দায়িত্বশীল প্রশাসন চাইলে শহর উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই নতুন উচ্চতা স্পর্শ করা সম্ভব। <strong>(ছবি ও তথ্য জুলফিকার মোল্যা)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News : স্বাস্থ্য ও পরিচ্ছন্নতায় ফাটাফাটি ব্যবস্থা! কেন্দ্রের জোড়া সার্টিফিকেট পেল 'এই' পুরসভা