Science Exhibition : গ্রামের ছেলেমেয়েদের চমকে দেওয়া 'ট্যালেন্ট', তৈরি করে দিল স্মার্ট রাস্তার মডেল! দেখে অবাক শিক্ষকরাও
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Science Exhibition : প্রদর্শনীতে উঠে আসে নানা চমকপ্রদ মডেল। কোথাও দেখা গেল স্মার্ট রাস্তার নকশা, কোথাও বা বায়ুমণ্ডলের স্তর নিয়ে বিশদ বিশ্লেষণ।
advertisement
1/6

উত্তর ২৪ পরগনার বসিরহাট কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হল এক অনন্য বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতা। গ্রাম থেকে শহর, প্রায় ৩০টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয় এই প্রদর্শনীতে। সকাল থেকেই কলেজ চত্বর জমে ওঠে উৎসবের আমেজে, ছোটো বড়ো সবাই ব্যস্ত নিজেদের মডেল সাজাতে। (ছবি ও তথ্য - জুলফিকার মোল্যা)
advertisement
2/6
এই প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল গ্রামীণ ও মফঃস্বল এলাকার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ জাগানো। আয়োজকরা জানান, অনেক ছাত্রছাত্রীই প্রথমবার এমন কোনও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তাদের উৎসাহ ও কৌতূহলই এই প্রদর্শনীর সাফল্যের অন্যতম ভিত্তি।
advertisement
3/6
বসিরহাট কলেজের অধ্যক্ষ ড. অশোক কুমার মণ্ডল বলেন, “গ্রামের ছেলেমেয়েদের মধ্যেও অসাধারণ মেধা আছে। তাদের সুযোগ করে দিতে পারলে আগামী দিনে এরা বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশের গর্ব হবে।” তিনি আরও জানান, এই ধরনের প্রদর্শনী প্রতিবছর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে আরও বেশি শিক্ষার্থী অংশ নিতে পারে।
advertisement
4/6
প্রদর্শনীতে উঠে আসে নানা চমকপ্রদ মডেল। কোথাও দেখা গেল স্মার্ট রাস্তার নকশা, কোথাও বা বায়ুমণ্ডলের স্তর নিয়ে বিশদ বিশ্লেষণ। কেউ দেখিয়েছে বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদনের উপায়, আবার কেউ তৈরি করেছে দুর্যোগ সতর্কীকরণ ব্যবস্থা। প্রতিটি মডেলেই ফুটে উঠেছে তরুণ মনের কল্পনা আর বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি।
advertisement
5/6
অংশগ্রহণকারী এক ছাত্রী জানায়, “আমাদের স্কুলে প্র্যাকটিক্যাল সুযোগ কম, কিন্তু এখানে এসে নিজেদের আইডিয়াকে বাস্তবে দেখাতে পেরে খুব ভাল লাগছে।” শিক্ষকরাও জানান, এই উদ্যোগে ছাত্রছাত্রীরা নতুনভাবে বিজ্ঞানের প্রয়োগ বুঝতে পারছে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষার পথকে আরও মজবুত করবে।
advertisement
6/6
দিনভর চলা এই প্রদর্শনী শেষে পুরস্কার প্রদান পর্বে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় প্রশংসাপত্র ও ট্রফি। সকলের মুখে একটাই কথা, এমন উদ্যোগ শুধু প্রদর্শনী নয়, ভবিষ্যতের বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার দিশা। (ছবি ও তথ্য - জুলফিকার মোল্যা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Science Exhibition : গ্রামের ছেলেমেয়েদের চমকে দেওয়া 'ট্যালেন্ট', তৈরি করে দিল স্মার্ট রাস্তার মডেল! দেখে অবাক শিক্ষকরাও