Basanti Puja 2025: ঘোড়ার গাড়িতে চড়ে মন্দিরে প্রবেশ খুদেদের, বাসন্তী পুজোয় কুমারী আরাধনা ঘিরে ভক্তসমাগম
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Basanti Puja 2025: মধ্যমগ্রামের রাস্তায় ঘোড়ার গাড়িতে চড়ে মন্দিরে প্রবেশ করলেন খুদে দেবীরা, প্রণাম করলেন সকলে।
advertisement
1/6

ঘোড়ার গাড়িতে চড়ে এভাবেই যেন কুমারী রূপে মণ্ডপে ধরা দিলেন মা। দেবী দুর্গাকেই বাসন্তী রূপে পুজো করা হয় এই সময়।
advertisement
2/6
এবছর পঞ্জিকা মতে দেবীর ঘোড়ায় আগমন, তাই সেই প্রথা মেনেই সুদূর রাজাবাজার থেকে নিয়ে আসা ঘোড়ার গাড়িতে, ছোট ছোট কুমারীদের মাতৃজ্ঞানে ঘোরানো হল এলাকার রাজপথে।
advertisement
3/6
পরবর্তীতে কুমারী পুজোর মধ্যে দিয়েই উদয়রাজপুর মধ্যপাড়া মন্দিরে ধুমধামে চলছে বাসন্তী পুজো। তিন বছর ধরে আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই বাসন্তী পুজো।
advertisement
4/6
নিয়ম মেনে প্রতি বছরের মতো, এবছরও চারজন কুমারী মেয়েকে পুজো করা হয়। এদিন ঘোড়ার গাড়িতে ওই কুমারীদের সুন্দর করে মাতৃরূপে সাজিয়ে, রবার ফ্যাক্টরি থেকে পেয়ারা বাগান, দক্ষিণপাড়া, নয় নম্বর রেলগেট, তেতুলতলা হয়ে উদয়রাজপুর মধ্যপাড়া মন্দির প্রাঙ্গনে নিয়ে আসা হয়।
advertisement
5/6
৫-৬ কিলোমিটার রাস্তা, ঘোড়ার গাড়িতে ছোট ছোট কুমারী রূপে বসে থাকা মেয়েদের রাস্তার দু'ধারের মানুষদের প্রণাম করতেও দেখা যায়। কোনও নির্দিষ্ট ধর্ম নয়, সকল ধর্মের নারীকেই কুমারী রূপে পুজো করা হয় এখানে বলেই জানান উদ্যোক্তারা।
advertisement
6/6
পুজোর পাশাপাশি ভোগ প্রসাদেরও আয়োজন থাকে এই বাসন্তী পুজোয়। পোলাও, খিচুড়ি, আলুর দম, লুচি-সহ নানা আইটেম। অসময়ের এই দুর্গাপুজোকে ঘিরে যেন তাই এখন উৎসবের চেহারা নিয়েছে গোটা এলাকা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Basanti Puja 2025: ঘোড়ার গাড়িতে চড়ে মন্দিরে প্রবেশ খুদেদের, বাসন্তী পুজোয় কুমারী আরাধনা ঘিরে ভক্তসমাগম