TRENDING:

Basanta Utsav: দোলে শান্তিনিকেতনের বসন্ত উৎসবে যাচ্ছেন? রাস্তার এই নিয়ম না জানলে বিপদে পড়বেন! জানুন

Last Updated:
Basanta Utsav: বীরভূম জেলা পুলিশের নতুন ট্রাফিক নিয়ম না জানলে বসন্ত উৎসবে শান্তিনিকেতন এসে পস্তাতে হবে।
advertisement
1/7
শান্তিনিকেতনের বসন্ত উৎসবে যাচ্ছেন? রাস্তার এই নিয়ম না জানলে বিপদে পড়বেন!
এ বছর শান্তিনিকেতন বসন্ত উৎসব ২০২৪ অনুষ্ঠিত হবে সোনাঝুড়ি অঞ্চলে ২৫ মার্চ। তবে শান্তিনিকেতন ঘুরতে তো আসবেন তার আগে জেনে নিন জরুরি ট্রাফিক নিয়ম।
advertisement
2/7
কলকাতা থেকে আগত বাস না গাড়িতে ইলামবাজার হয়ে যারা আসবেন, তারা সুরুল মোড় হয়ে কালিসায়র মোড় থেকে বাঁদিকে ঢুকে বিশ্বভারতীর বিনয় ভবন মাঠে বাসপার্কিং করবেন। ছোট গাড়ি এগিয়ে যাবেন শিক্ষা ভবন মোড়ের দিকে এবং বাঁ দিকের রাস্তা ধরে লালবাঁধ পার্কিং-এ গাড়ি রেখে সোনাঝুড়ির দিকে এগিয়ে যাবেন।
advertisement
3/7
বিনয় ভবন পার্কিং-এর পর কোনও বাস সামনের দিকে যাবে না। এবং লালবাঁধ পার্কিং- এর পর কোনও ছোট গাড়ি সামনে যাবে না। বর্ধমান থেকে ছোট গাড়িতে যাঁরা ভেদিয়া হয়ে আসবেন তাঁরা বোলপুর শিবতলা দিয়ে কাশিপুর বাইপাসে উঠে বাঁদিকে ঘুরে রবীন্দ্রবীথি বাইপাসে এসে জামবুনী তিনমাথার মোড় থেকে কালিসায়রের দিকে এগিয়ে যাবেন। এবং উপরে বর্ণিত শিক্ষা পেরিয়ে লালবাঁধে পার্কিং করবেন।
advertisement
4/7
যারা বোলপুর স্টেশন থেকে টোটোতে সোনাঝুড়ির দিকে আসবেন, তারা লজ মোড় পেরিয়ে শ্যামবাটি হয়ে, গোয়ালপাড়ার রাস্তা ধরে সোনাঝুড়ির নির্দিষ্ট স্থানে টোটো পার্কিং করে পায়ে হেঁটে এগিয়ে যাবেন।লাভপুর ও আমোদপুর দিক থেকে আগত চারচাকা গাড়ি প্রান্তিক হয়ে গোয়ালপাড়ার রাস্তা ধরে সোনাঝুড়ির নির্দিষ্ঠ স্থানে পার্কিং করে পায়ে হেঁটে এগিয়ে যাবেন।
advertisement
5/7
নানুরের দিক থেকে আগত চার চাকা গাড়ি ত্রিশুলাগড়ী/ লালপুল অতিক্রম করে ডাক বাংলো ময়দানে গাড়ি পার্কিং করে টোটো সহ বা পায়ে হেঁটে সোনাঝুড়ির দিকে এগিয়ে যাবেন।
advertisement
6/7
নতুনহাট, লাভপুর, সাঁইথিয়া ও নানুর থেকে আগত টুরিস্ট বা রুটের বাসগুলি লালপুল ব্রীজ অতিক্রম করে চিত্রামোড় থেকে বাঁদিক ঘুরে চৌরাস্তায় উঠবেন, তারপর ডানদিক ঘুরে জামবুনী বাসস্ট্যান্ড অতিক্রেম করে কালিসায়ের মোড় থেকে টুরিস্ট বাসগুলি ডান দিক নিয়ে বিনয় ভবন মাঠে পাকিং করবেন।
advertisement
7/7
নতুনহাট, লাভপুর, সাঁইথিয়া ও নানুর থেকে আগত টুরিস্ট বা রুটের বাসগুলি লালপুল ব্রীজ অতিক্রম করে চিত্রামোড় থেকে বাঁদিক ঘুরে চৌরাস্তায় উঠবেন, তারপর ডানদিক ঘুরে জামবুনী বাসস্ট্যান্ড অতিক্রেম করে কালিসায়ের মোড় থেকে টুরিস্ট বাসগুলি ডান দিক নিয়ে বিনয় ভবন মাঠে পাকিং করবেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Basanta Utsav: দোলে শান্তিনিকেতনের বসন্ত উৎসবে যাচ্ছেন? রাস্তার এই নিয়ম না জানলে বিপদে পড়বেন! জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল