Baruipur : পুলিশ পৌঁছে যাচ্ছে মানুষের দুয়ারে, অভিযোগ শুনে দিচ্ছেন সমাধানের পথ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পুলিশ সংক্রান্ত সমস্যার সমাধান করছেন তাঁরা নিজেরাই। অন্য দফতরের সমস্যা হলে তা জানানো হচ্ছে সংশ্লিষ্ট দফতরকে৷
advertisement
1/4

#বারুইপুর: প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যা জানতে ও সমাধানের লক্ষ্যে এবার এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে যোগাযোগ পুলিশের। সম্পর্ক নামে একটি প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামের যে কোন একটি স্থান নির্ণয় সেখানে অস্থায়ী ক্যাম্প তৈরি করছে পুলিশ।
advertisement
2/4
ক্যাম্পে উপস্থিত হচ্ছেন উচ্চপদস্থ পুলিশ কর্তারা। ক্যাম্পে বসেই এলাকার মানুষের পুলিশ সংক্রান্ত বা এলাকার অন্য কোনো সমস্যার কথা স্থানীয় বাসিন্দারা জানালে তা লিপিবদ্ধ করা হচ্ছে।
advertisement
3/4
মঙ্গলবার সকালে সোনারপুর থানা এলাকার বামনগাছি জুনিয়ার স্কুলে একটি ক্যাম্প করা হয়। সোনারপুর থানার উদ্যোগে যেখানে এলাকার মানুষজন এসে তাদের সমস্যা জানান পুলিশকে এই উদ্যোগকে এলাকার মানুষজন স্বাগত জানিয়েছেন।
advertisement
4/4
ক্যাম্পে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা। তিনি বলেন পুলিশ সংক্রান্ত সমস্যার সমাধান করছেন তারা নিজেরাই। অন্য দপ্তরের সমস্যা হলে তা জানানো হচ্ছে সংস্লিষ্ট দফতরকে৷ Input- Arpan Mondal
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Baruipur : পুলিশ পৌঁছে যাচ্ছে মানুষের দুয়ারে, অভিযোগ শুনে দিচ্ছেন সমাধানের পথ