Kalyani Highway: সাবধান! কল্যাণী এক্সপ্রেসওয়েতে ব্যবহার করা হবে লেজার গান! না জানলেই বিপদ
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Kalyani Expressway- প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে। কমিশনারেটের পক্ষ থেকে সাধারণ যানচালকদের অনুরোধ জানানো হয়েছে, তাঁরা যেন নির্দিষ্ট গতিসীমার মধ্যে গাড়ি চালান এবং ট্রাফিক আইন মেনে চলেন।
advertisement
1/6

এবার থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই পড়তে হবে আইনের জালে! বিশেষ অভিযান শুরু করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট (রিপোর্টার- রুদ্র নারায়ন রায়)।
advertisement
2/6
কল্যাণী এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালে এখন থেকে আর পার পাবেন না চালকরা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট শুরু করল গাড়ির গতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি অভিযান। আধুনিক এই এক্সপ্রেসওয়েতে পর পর ঘটা দুর্ঘটনার থেকে শিক্ষা নিয়ে, গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে ও সড়ক দুর্ঘটনার হার কমাতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
3/6
পুলিশ সূত্রে খবর, কল্যাণী এক্সপ্রেসওয়ে বর্তমানে কমিশনারেটের অন্তর্গত মোট পাঁচটি ট্র্যাফিক গার্ডের আওতাধীন। তাই প্রত্যেক ট্রাফিক গার্ডকেই ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে অত্যাধুনিক স্পিড লেজার গান। এই যন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করলেই, গাড়ির নম্বর চিহ্নিত করে গাড়ির উপর মামলা রুজু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
4/6
কমিশনারেটের এক শীর্ষ আধিকারিক জানান, কল্যাণী এক্সপ্রেসওয়ে গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে এখানে পর পর দুর্ঘটনা ঘটছে। অধিকাংশ ক্ষেত্রেই কারণ দেখা গিয়েছে অতিরিক্ত গতি। তাই দুর্ঘটনা কমাতে প্রযুক্তির সাহায্য নিয়ে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
advertisement
5/6
প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে। কমিশনারেটের পক্ষ থেকে সাধারণ যানচালকদের অনুরোধ জানানো হয়েছে, তাঁরা যেন নির্দিষ্ট গতিসীমার মধ্যে গাড়ি চালান এবং ট্রাফিক আইন মেনে চলেন।
advertisement
6/6
কমিশনারেট সূত্রে আরও জানা গিয়েছে, এখন থেকে এই অভিযান চলবে নিয়মিতভাবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kalyani Highway: সাবধান! কল্যাণী এক্সপ্রেসওয়েতে ব্যবহার করা হবে লেজার গান! না জানলেই বিপদ