TRENDING:

Diamond Harbour Corona Model| Abhishek Banerjee|| ২৪ ঘণ্টাতেই অভিষেকের ডায়মন্ড হারবার মডেল ব্যাপক সফল! একই পথে হাঁটার সিদ্ধান্ত ব্যারাকপুরের

Last Updated:
Barrackpore administration will follow Abhishek Banerjees Diamond Harbour Model: প্রশাসনের সহযোগিতায় শুরু হবে 'ডক্টর অন হুইলস'। শুরু হবে আরটি পিসিআর টেস্ট। বাড়ির বাইরে গেলেই মাস্ক বাধ্যতামূলক। মাস্ক ছাড়া রাস্তায় বেরোলে তৎক্ষণাৎ করোনা পরীক্ষা।
advertisement
1/7
অভিষেকের ডায়মন্ড হারবার মডেল ব্যাপক সফল! একই পথে হাঁটার সিদ্ধান্ত ব্যারাকপুরের
*করোনা মুক্তির লক্ষ্যে অভিষেক বন্দ্যপাধ্যায়ের 'ডায়মন্ড হারবার মডেল'  এ বার চালু হতে চলেছে ব্যারাকপুর মহকুমায়। প্রশাসনের সহযোগিতায় শুরু হবে 'ডক্টর অন হুইলস'। শুরু হবে আরটি পিসিআর টেস্ট। বাড়ির বাইরে গেলেই মাস্ক বাধ্যতামূলক। মাস্ক ছাড়া রাস্তায় বেরোলে তৎক্ষণাৎ করোনা পরীক্ষা। পজিটিভ হলেই পাঠানো হবে সেফ হোমে। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*আজ বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করেন পার্থ ভৌমিক-সহ টিএমসি বিধায়করা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়  সোমবার থেকে ডায়মন্ড হারবার মডেলের অনুকরণে কড়া ব্যবস্থা নেওয়া শুরু হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*এ দিন চার বিধায়ক সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, রাজ চক্রবর্তী ও পার্থ ভৌমিক বৈঠক করেন। ছিলেন একাধিক পুরসভার প্রতিনিধিরা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার, মহকুমা শাসক-সহ অনেকেই। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*সিদ্ধান্ত হয়েছে, সোমবার থেকে ব্যারাকপুরে এই কড়া ব্যবস্থা চালু হবে।সেখানে মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই করোনা পরীক্ষা করা হবে। আর পজিটিভ হলেই পাঠানো হবে সেফ হোমে। সব পুরসভা এলাকায় থাকবে কিয়স্ক। পুলিশের নজরদারি বাড়ানো হবে। আগামী ৩ দিন এই নিয়ে হবে লাগাতার প্রচার। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দের জন্মদিনে ডায়মন্ড হারবারে কোভিড টেস্টিং অন হুইলস নামে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল৷ যার মূল উদ্যোক্তা ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*ওই দিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছিল কোভিড পরীক্ষার জন্য বিশেষ ২৩টি গাড়ি৷ বিভিন্ন এলাকার বাসিন্দাদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়৷ দিনের শেষে দেখা যায় ৫৩,২০৩টি আরটি- পিসিআর টেস্ট করা হয়েছে ডায়মন্ড হারবারে৷ তার মধ্যে করোনা ধরা পড়েছে ১১৫১ জনের৷ পজিটিভিটির হার ২.১৬ শতাংশ৷ সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*এরপরেই অভিষেকের এই মডেল অন্যান্য পুরসভা গ্রহণ করার কথা ভাবনাচিন্তা শুরু করে। তারই প্রতিফলন দেখা গেল এ দিনের ব্যারাকপুর কমিশনারেটের বৈঠকের পর। ব্যারাকপুরে সোমবার থেকে চালু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের অনুকরণে করোনা পরীক্ষা। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Diamond Harbour Corona Model| Abhishek Banerjee|| ২৪ ঘণ্টাতেই অভিষেকের ডায়মন্ড হারবার মডেল ব্যাপক সফল! একই পথে হাঁটার সিদ্ধান্ত ব্যারাকপুরের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল