TRENDING:

Baro Maa Naihati: কালীপুজোর আগে বড়মার নামে মাইক্রো আর্ট তৈরি করে তাক লাগাল আসানসোলের ছেলে অভিষেক 

Last Updated:
Boro Maa Naihati: কয়েক মাস আগে স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে টুথপিকের উপরে ০. ৫ সেন্টিমিটার জাতীয় পতাকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল জেলাবাসিকে যা দেখতে তাঁর বাড়িতে এলাকার মানুষজন হুড়োহুড়ি পরে গিয়েছিল।
advertisement
1/6
কালীপুজোর আগে বড়মার নামে মাইক্রো আর্ট তৈরি করে তাক লাগাল আসানসোলের ছেলে অভিষেক
কয়েক মাস আগে স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে টুথপিকের উপরে ০. ৫ সেন্টিমিটার জাতীয় পতাকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল জেলাবাসিকে যা দেখতে তাঁর বাড়িতে এলাকার মানুষজন হুড়োহুড়ি পরে গিয়েছিল। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
2/6
এবারও ঠিক কালিপুজোর আগেই পেন্সিলের উপরে সকলের প্রিয় নৈহাটির বড়মার নাম ও খর্গ মাইক্র আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলল যা দেখতে রীতিমতো বন্ধুবান্ধব তাঁর বাড়িতে আসছে, কেউ কেউ আবার ফোনে ভিডিও কলের মাধ্যমে দেখতে চাইছে।(ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
3/6
একটি পেন্সিলের মধ্যে খোদাই করে বড়মা নাম ও খর্গ তৈরি করেছে অভিষেক। যার পরিমাপ লম্বাই ২.৫ সেন্টিমিটার ও চওড়ায় ০.৫ সেন্টিমিটার। তৈরি করতে উপকরণ লেগেছে একটি পেন্সিল, দুটো ব্লেড, ব্রাশ, দুটো রং। সময় লেগেছে প্রায় ২ ঘন্টা মত। নিজের বাড়িতে বসেই এই মাইক্রো আর্ট করেছে অভিষেক। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
4/6
অভিষেক মোদক। বাড়ি আসানসোল মহকুমার বরাকর এলাকায়। অভিষেক পড়াশোনার পাশাপাশি মাইক্রো আর্ট আর বিভিন্ন জিনিস ফুটিয়ে তোলার নেশা রয়েছে। বাবার একটি ছোট্ট ধাবার খাবারের দোকান রয়েছে, সেই খাবারের দোকানে বাবাকে সহযোগিতাও করে চলে অভিষেক। এর পাশাপাশি তার ভালোবাসার একটি আর্ট হচ্ছে মাইক্রো আর্ট। যেটি ২০২০ সাল থেকে সে করে চলেছে। তখন থেকেই মিলেছে একে একে সাফল্য।(ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
5/6
প্রথমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড তার নাম আসে। তাঁরপর থেকেই বাহারি জিনিস তৈরি করার আদম্য যেত জন্মেছে অভিষেক এর মধ্যে । অভিষেক জানিয়েছে “ সামনেই যেহেতু দীপাবলি তাই দীপাবলিতে বড়মাকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে তার এই আর্ট। আগামিতে আরও ভাল কিছু তৈরি করে গ্রিনিস বুক অফ রেকর্ড তোলার ইচ্ছা রয়েছে”।(ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
6/6
সামনেই দীপান্বিতা অমাবস্যা কালীপুজো। এই দীপান্বিতা অমাবস্যায় চারিদিক আলোর রোশনায় সেজে ওঠে। কোথাও থিমের পুজো, কোথাও আবার মন্দিরের পুজোর জাঁকজমক দেখা যায়। এবার কালীপুজোর ঠিক আগেই পেন্সিলের মধ্যে বড়মা এর নাম ও খর্গ মাইক্রো আর্ট তৈরি করে তাক লাগিয়ে দিল আসানসোলের বরাকর এর ছেলে অভিষেক মোদক। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Baro Maa Naihati: কালীপুজোর আগে বড়মার নামে মাইক্রো আর্ট তৈরি করে তাক লাগাল আসানসোলের ছেলে অভিষেক 
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল