TRENDING:

Bardhaman Rail Station Accident: গুরুত্বপূর্ণ জংশন স্টেশন বর্ধমান, সেখানেই জলের ট্যাঙ্ক ভেঙে রক্তের বন্যা! ফের মারাত্মক দুর্ঘটনা

Last Updated:
Bardhaman Rail Station Accident: ২০২০ সালের ৪ জানুয়ারি ভেঙে পড়েছিল বর্ধমান স্টেশনের একাংশ। তিনবছরের মাথায় ফের দুর্ঘটনা। এবার ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক।
advertisement
1/8
গুরুত্বপূর্ণ জংশন স্টেশন বর্ধমান, সেখানেই জলের ট্যাঙ্ক ভেঙে রক্তের বন্যা! দেখুন
বর্ধমানের স্টেশনে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। (ছবি-- বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/8
২০২০ সালের ৪ জানুয়ারি ভেঙে পড়েছিল বর্ধমান স্টেশনের একাংশ। তিনবছরের মাথায় ফের দুর্ঘটনা। এবার ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। (ছবি-- বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
3/8
ঘড়িতে তখন ১২টা বেজে আট মিনিট। ভিড়ে থিকথিক করছে স্টেশন। হঠাৎই বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে ওঠেন যাত্রীরা। (ছবি-- বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
4/8
২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে বিশাল জলের ট্যাঙ্কটি ততক্ষণে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। তারই আঘাতে ভেঙে পড়েছে স্টেশনের একাংশের শেড। (ছবি-- বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
5/8
প্রত্যক্ষদর্শীরা জানান, আর্তনাদ শুনেই তাঁরা বুঝতে পারেন, বেশ কয়েকজন চাপা পড়েছেন ধ্বংসস্তূপের নীচে। তাঁদের উদ্ধারের জন্য শুরু হয় ছোটাছুটি। ততক্ষণে আরপিএফ ও জিআরপিও ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। (ছবি-- বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
6/8
প্রায় ২৭ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে ৩ জনের। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেই তাঁদের চিকিৎসা চলছে। (ছবি-- বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
7/8
খবর পেয়েই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রওনা হন। দুর্ঘটনার খবর পেয়েই তৎপর হয নবান্নও। বর্ধমানের জেলাশাসককে ফোন করেন রাজ্যের মুখ্যসচিব। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। দুর্ঘটনার জেরে বর্ধমান স্টেশনের ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। (ছবি-- বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
8/8
উদ্ধার কাজ শেষ হওয়ার পর শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর পালা। বিশালাকার জলের ট্যাঙ্কটিতে প্রায় ১ লক্ষ কিউসেক জল ধরে বলে জানা গিয়েছে। (ছবি-- বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bardhaman Rail Station Accident: গুরুত্বপূর্ণ জংশন স্টেশন বর্ধমান, সেখানেই জলের ট্যাঙ্ক ভেঙে রক্তের বন্যা! ফের মারাত্মক দুর্ঘটনা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল