Bardhaman News: অবিশ্বাস্য! ১৩ কেজির মাছের দাম ৯০০০ টাকা! দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এল মানুষ
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Bardhaman News: শুনতে অবিশ্বাস্য হলেও বর্ধমানের একটি বাজারে বিক্রি হচ্ছে এই বিশাল আকৃতিক মাছ যা দেখতে বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
advertisement
1/5

একটি মাছের দামই ৯০০০ হাজার টাকা!ওজন কত জানেন? একটি মাছের দাম প্রায় ৯০০০ টাকা শুনতে অবিশ্বাস্য হলেও বর্ধমানের একটি বাজারে বিক্রি হচ্ছে এই বিশাল আকৃতিক মাছ যা দেখতে বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/5
বাঙালি আর মাছ ভালবাসে না তা কি হয়। কিন্তু অনেকেই আছেন যারা মাছ খুব একটা ভালবাসেন না কিন্তু যদি তা হয় ১৩ কেজি ওজনের ভেটকি তাহলে। এছাড়া রয়েছে কারন নানান রকমের সামুদ্রিক মাছ। ভাবছেন তো বর্ধমানের কোথায় মিলছে এই ভেটকি ?
advertisement
3/5
বর্ধমানের স্টেশন বাজারে নানান ধরনের মিলছে এই বিশাল আকার ভেটকি মাছ। যার ওজন প্রায় ১৩ কেজি। দাম প্রতি কেজি প্রায় ৭০০ থেকে ৭৫০ টাকা। এছাড়াও রয়েছে ১০ কেজি ও ১২ কেজি ওজনের ভেটকি।
advertisement
4/5
ক্রেতা বলেন, আমি সব ধরনের মাছ বিক্রি করি। পাবদা,চিংড়ি,ভেটকির চাহিদা অনেক বেশি। আর এত বড় ভেটকি দেখে তো অনেকেই আসছেন। এর আগেও এই রকমের বড় ভেটকি এসেছিল, তখনো বেশ ভালো সাড়া পেয়েছিলাম। তাই এবার এইবারও নিয়ে এসেছি।
advertisement
5/5
তিনি আরও বলেন, দীঘার থেকে আনা ভেটকি, খাওয়া তো বেশ ভালোই হয় তাই চাহিদা ভালো থাকে।কারন সব সময় তো এত বড় ভেটকি আসে না। এক ক্রেতা বলেন, এত বড় মাছ দেখতেই যেন ভালো লাগে।আগেবার নিয়েছিল স্বাদ ভালোই ছিল। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: অবিশ্বাস্য! ১৩ কেজির মাছের দাম ৯০০০ টাকা! দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এল মানুষ