TRENDING:

বর্ধমান শহরের টোটোতে আনতে হবে বদল, নির্দেশিকা জারি পৌরসভার

Last Updated:
এবার টোটোয় লাগাতে হবে লুকিং গ্লাস, নির্দেশ জারি বর্ধমানে৷
advertisement
1/4
বর্ধমান শহরের টোটোতে আনতে হবে বদল, নির্দেশিকা জারি পৌরসভার
#বর্ধমান : এবার বর্ধমান শহরে টোটোয় লুকিং গ্লাস লাগানো বাধ্যতামূলক করার নির্দেশ জারি করল প্রশাসন। সেইসঙ্গে বর্ধমান শহরের জিটি রোডে দিনের ব্যস্ততম সময় টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে এ ব্যাপারে মাইকে ঘোষনা করে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে প্রয়োজনীয় কড়া পদক্ষেপ নেবে পুলিশ এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়ানো ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই টোটোয় লুকিং গ্লাস লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
2/4
বর্ধমান শহরে প্রায় পাঁচ হাজার টোটো চলাচল করে। বেশিরভাগ সময়ই টোটোগুলি বেপরোয়াভাবে ছুটে বেড়ায় বলে অভিযোগ। ফলে টোটোয় বসে থাকা যাত্রীরা তো বটেই পথচলতি মানুষও দুর্ঘটনার মধ্যে পড়েন। লুকিং গ্লাস না থাকার কারণে চালকের দেখার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সে কারণে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে। সেই দুর্ঘটনা এড়াতেই সব টোটোতে লুকিং গ্লাস লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তারপর সেই নির্দেশ পালন না হলে সংশ্লিষ্ট টোটোর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করা হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
3/4
করোনার সংক্রমণ রুখতে বিধি নিষেধ অনেকটা শিথিল হতেই বর্ধমান শহরে টোটোর দাপট বাড়তে শুরু করেছে। নিষেধাজ্ঞা থাকলেও শহরের লাইফ লাইন জিটি রোডে উঠে পরছে টোটো। তাতে একাধারে যানজট ও অন্যদিকে দুর্ঘটনা বাড়ছে। সম্প্রতি এ ব্যাপারে বৈঠকে বসে বর্ধমান থানার পুলিশ, পরিবহন দফতর ও ট্রাফিক পুলিশ প্রশাসন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, যানজট ও দুর্ঘটনা এড়াতে জিটি রোডে সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত টোটো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সেইসঙ্গে টোটোয় লুকিং গ্লাস লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।
advertisement
4/4
লুকিং গ্লাস লাগানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে টোটো চালকরাও। তবে জিটি রোডে টোটো ওঠা নিষিদ্ধ ঘোষনা সম্পর্ক টোটো চালক বলছেন, এমনিতেই এখন যাত্রী অনেক কম।শহরের মূল রাস্তা জি টি রোড। তাই যাত্রীদের অনেকেই ওই রাস্তা ধরেই যাতায়াত করতে চান।সেই জিটি রোড ব্যবহার করা না গেলে উপার্জন আরও কমে যাবে। input- Saradindu Ghosh
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বর্ধমান শহরের টোটোতে আনতে হবে বদল, নির্দেশিকা জারি পৌরসভার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল