TRENDING:

বর্ধমান হরিসভার শতবর্ষ! বিশেষ টিকিটে ইতিহাসের স্মৃতি ধরে রাখল ডাকবিভাগ

Last Updated:
বিশেষ ডাক কভার প্রকাশের মূল উদ্দেশ্য ছিল বর্ধমান হরিসভার শতবর্ষ স্মরণীয় করে রাখা।
advertisement
1/5
হরিসভার ১০০ বছর, এবার ডাকঘরেই গর্বিত স্মৃতি
বর্ধমান হরিসভার শতবর্ষ উদযাপনে ডাকবিভাগের স্পেশাল কভার প্রকাশ করা হল। বর্ধমান হরিসভা বর্ধমানের একটি সুপ্রাচীন প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন চলছে। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>
advertisement
2/5
বর্ধমান হরিসভা একটি অত্যন্ত প্রাচীন প্রতিষ্ঠান। যা কেবল ধর্মীয় কার্যকলাপের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল নারী শিক্ষার প্রসারে স্কুল প্রতিষ্ঠা। সেই স্কুলেরও ৯০ বছর পূর্তি হয়েছে। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>
advertisement
3/5
বুধবার গণেশ চতুর্থীকে সামনে রেখে বর্ধমানের খোসবাগানে হরিসভার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে হরিসভা ও ভারতীয় ডাকবিভাগের উদ্যোগে প্রকাশিত হল বর্ধমান হরিসভার নামাঙ্কিত ডাকটিকিট। এই বিশেষ ডাকটিকিটটি ভবিষ্যতে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>
advertisement
4/5
এই বিশেষ ডাক কভার প্রকাশের মূল উদ্দেশ্য ছিল বর্ধমান হরিসভার মতো একটি প্রাচীন ও জনহিতকর প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখা এবং এর সামাজিক অবদানকে স্বীকৃতি দেওয়া। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>
advertisement
5/5
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিসভার সম্পাদক সুব্রত রায়, বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, হরিসভার উপদেষ্টা মণ্ডলীর সদস্য শীর্ষেন্দু সাধু, বর্ধমান পোষ্ট অফিসের সিনিয়র সুপার ইন্দ্রদ্যুম্ন মোহান্তি প্রমুখরা। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বর্ধমান হরিসভার শতবর্ষ! বিশেষ টিকিটে ইতিহাসের স্মৃতি ধরে রাখল ডাকবিভাগ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল