TRENDING:

East Bardhaman News: জরিমানা নয়, মিলছে কেক! বড়দিনে সান্তার ভূমিকায় ট্রাফিক পুলিশ, মন ভাল করা ছবি দেখুন

Last Updated:
East Bardhaman News: পুলিশ ধরলে দিতে হচ্ছে না ফাইন উল্টে মিলছে উপহার। বড়দিনে সান্তার ভূমিকায় বীরহাটা ট্রাফিক পুলিশ। পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা করতে ও বাইক আরোহীদের হেলমেট পরার প্রয়োজনীয়তা বোঝাতে বড়দিনে অভিনব উদ্যোগ।
advertisement
1/7
জরিমানা নয়, মিলছে কেক! বড়দিনে সান্তার ভূমিকায় ট্রাফিক পুলিশ, মন ভাল করা ছবি
পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে বিশেষ উদ্যোগ, পুলিশ ধরলে দিতে হচ্ছে না ফাইন উল্টে মিলছে উপহার। এবার বড়দিনে সান্তার ভূমিকায় পুলিশ। বড়দিনে বিশেষ চমক বীরহাটা ট্রাফিক পুলিশের। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/7
পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা করতে ও বাইক আরোহীদের হেলমেট পরার প্রয়োজনীয়তা বোঝাতে বড়দিনে অভিনব উদ্যোগ। বৃহস্পতিবার বর্ধমানের কার্জন গেট চত্বরে হেলমেটবিহীন বাইক ও স্কুটি চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয় বর্ধমানের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে।
advertisement
3/7
তবে এদিনের এই অভিযানে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ফাইন করা হয়নি বরং উৎসবের আবহে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী বার্তা। নিয়ম ভঙ্গকারীদের দাঁড় করিয়ে সচেতন করার পাশাপাশি তাদের খাওয়ানো হয়েছে কেক। পাশাপাশি রিক্সা চালাক,  ভ্যানচালক, বাস চালক ও পথচলতি মানুষদেরও নিরাপত্তা নিয়ে সচেতন করা হয় এবং কেক খাওয়ানো হয়।
advertisement
4/7
বীরহাটা ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জী বলেন, প্রতিদিন পুলিশিং করি। আজ ২৫ ডিসেম্বর বড়দিনে আমরা বাড়িতে আত্মীয়-স্বজন নিয়ে কেউ খাই কিন্তু যারা গরীব মানুষ আছেন তারা হয়ত পায় না। তাই পুলিশ সুপারের নির্দেশে সকলকে কেক খাওয়াচ্ছি।
advertisement
5/7
পাশাপাশি যারা হেলমেট বিহীন গাড়ি চালাচ্ছেন বা ট্রাফিক নিয়ম ভঙ্গ করছেন তাদের আজ ফাইন করা হয়নি। বড়দিন বলে প্রথমে তাদের দাঁড় করিয়ে কেক খাওয়ালাম এবং সচেতন করলাম। যাতে আগামী দিনে তারা হেলমেট পরে বা ট্রাফিক নিয়ম মেনে চলে। নাহলে পরবর্তীতে ফাইন করা হবে।
advertisement
6/7
তিনি আরও বলেন, বাস চালকদের সচেতন করা হয়েছে। যাতে তারা ট্রাফিক নিয়ম সঠিকভাবে মেনে চলেন এবং এয়ার হর্ন ব্যবহার না করেন। এই অভিযানে মূল লক্ষ্য যাতে বর্ধমান শহরে এক্সিডেন্টের পরিমাণ কমে এবং উৎসবের মরশুমে যাতে সবাই আনন্দ করতে পারে।
advertisement
7/7
বাইক আরোহী তরুণ কুমার অনিকেত চৌধুরী ও অভিরূপ দাস বলেন, বিনা হেলমেটে বাইক নিয়ে যাচ্ছিলাম। কার্জন গেটে প্রথম ট্রাফিক পুলিশে আটকায় এবং ফাইন না করে আজকে বড়দিন উপলক্ষে কেক খাওয়ার। পাশাপাশি আগামী দিনে হেলমেট পরে সেই জন্য সতর্ক করেন তারা।আমরাও বললাম আর হবে না এরপর থেকে হেলমেট পরব। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: জরিমানা নয়, মিলছে কেক! বড়দিনে সান্তার ভূমিকায় ট্রাফিক পুলিশ, মন ভাল করা ছবি দেখুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল