Bankim Chandra Chattopadhyay: জরাজীর্ণ এই বিল্ডিংয়েই বসতেন সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়! রয়েছে অজস্র স্মৃতি, কিন্তু হাল দেখলে......!
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Bankim Chandra Chattopadhyay: জন্মবার্ষিকীতে অবহেলিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের স্মৃতির এই ভবন, সংস্কার চাইছে বারাসাত
advertisement
1/6

ব্রিটিশ আমলের ইতিহাস বুকে আগলে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বারাসতের পুরনো ম্যাজিস্ট্রেট অফিস।
advertisement
2/6
জেলা নগর ও দায়রা আদালতের পাশেই দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ইংরেজ আমলের এই ভবন। সংস্কারের অভাবে গোটা বিল্ডিংটি আজ প্রায় ঢাকা পড়েছে আগাছায়।
advertisement
3/6
দেওয়াল ঘেঁষে হয়েছে পার্কিং ও সুলভ শৌচালয়। ২৬ জুন সারা রাজ্যে পালিত হচ্ছে 'বন্দেমাতরম'-এর স্রষ্টা সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৭তম জন্মবার্ষিকী।
advertisement
4/6
সেই আবহে বারাসতের সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, জেলা প্রশাসনের নাকের ডগায় এহেন একটি ঐতিহাসিক ভবনের কেন এমন দুর্দশা! যেখানে বারাসতে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন সাহিত্যসম্রাট।
advertisement
5/6
১৮৭৪ সালে বারাসাতের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদিও, সেই বছরের সেপ্টেম্বর মাসেই তিনি বদলি হয়ে যান। ১৮৮২ সালে ফের একবার তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে বারাসতে কাজ করতে হয়। আর এই বিল্ডিংয়েই বসতেন বঙ্কিমচন্দ্র।
advertisement
6/6
বহু ইতিহাসের সাক্ষী বারাসতের এই লালবাড়ি। বাড়িটি পরবর্তী সময়ে বঙ্কিম সংগ্রহশালা হিসেবে গড়ে তোলার কথা হলেও, বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। এখনও কড়ি-বর্গার ছাদ, সিঁড়ি সবই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সচেতন বারাসাতবাসীরা চাইছেন ২০০ বছরের বেশি পুরনো এই ঐতিহাসিক ভবনের সংস্কার করা হোক।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankim Chandra Chattopadhyay: জরাজীর্ণ এই বিল্ডিংয়েই বসতেন সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়! রয়েছে অজস্র স্মৃতি, কিন্তু হাল দেখলে......!