TRENDING:

Kali Puja: শুরু কাউন্টডাউন...! কালীপুজোয় নজর কাড়তে প্রস্তুত মধ্যমগ্রাম, কোথায় কোন থিমে সাজছে মণ্ডপ? জানুন

Last Updated:
Kali Puja: কালীপুজোর কাউন্টডাউন শুরু, নজর কাড়তে প্রস্তুত মধ্যমগ্রামের একের পর এক থিমপুজো। প্রতি বছর বারাসতের কালীপুজোর সঙ্গে টেক্কা দেয় মধ্যমগ্রাম। এ বছরও সেই ঐতিহ্য বজায় রেখে আধুনিকতার ছোঁয়ায় সাজছে মধ্যমগ্রাম।
advertisement
1/6
শুরু কাউন্টডাউন...!কালীপুজোয় নজর কাড়তে প্রস্তুত মধ্যমগ্রাম, কোথায় কোন থিমে সাজছে মণ্ডপ?
*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কালীপুজোর কাউন্টডাউন শুরু, নজর কাড়তে প্রস্তুত মধ্যমগ্রামের একের পর এক থিমপুজো। প্রতি বছর বারাসতের কালীপুজোর সঙ্গে টেক্কা দেয় মধ্যমগ্রাম। এ বছরও সেই ঐতিহ্য বজায় রেখে আধুনিকতার ছোঁয়ায় সাজছে মধ্যমগ্রাম। মণ্ডপ থেকে প্রতিমা, আর আলোকসজ্জা-সবেতেই চমক থাকছে দর্শনার্থীদের জন্য।
advertisement
2/6
*মধ্যমগ্রামের পশ্চিম চণ্ডীগড়ের বালক-কিশোর সংঘের কালীপুজো এবার ৭২ বছরে পা দিল। তাঁদের এবারের থিম ‘ভোগ’। ওয়েব সিরিজের আদলে রহস্যময় ও ভৌতিক পরিবেশ তৈরি হচ্ছে এখানে। উদ্যোক্তাদের কথায়, ভোগ হল এক অপ্রাকৃত থ্রিলার, যেখানে অতীন নামে এক ব্যক্তি রহস্যময় মূর্তি এনে পুজো শুরু করতেই ঘটে যায় একের পর এক অলৌকিক ঘটনা। সেই গল্পই মঞ্চস্থ হবে লাইভ শোয়ের মাধ্যমে। প্রতিদিন সন্ধ্যা ছ'টা থেকে রাত বারো'টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। কলকাতার এক বনেদি বাড়ির আদলে তৈরি হচ্ছে মণ্ডপ, আর প্রতিমাতেও থাকছে বিশেষ চমক।
advertisement
3/6
*অন্যদিকে, মধ্যমগ্রামের অন্যতম বড় পুজো ইয়ং রিক্রেশন ক্লাবের এবারের থিম “বুদ্ধং শরণং গচ্ছামি”। সুভাষ ময়দানে তৈরি হচ্ছে থাইল্যান্ডের গোল্ডেন টেম্পল এবং বিশ্বের অন্যতম সোনার বুদ্ধ মূর্তির প্রতিরূপ। ফাইবার, প্লাই এবং বাঁশের কাঠামোয় মণ্ডপ তৈরির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।
advertisement
4/6
*দক্ষিণায়ন শ্যামাপুজো কমিটির থিম ‘নির্বাক সত্য’, অগ্রগামী সংঘের ৫৫তম বর্ষের ভাবনা ‘বিবর্তন’, চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের ৫৭তম বর্ষে থিম ‘প্যারিসের অপেরা হাউস’।
advertisement
5/6
*মিলন চক্রর এবারের উপস্থাপনা ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’, আর একত্র সংঘের ৩২তম বর্ষে থিম ‘১৯২০ ইজ ব্যাক’, যেখানে থাকছে বিশেষ লাইভ শো। তাছাড়া, বসুনগর প্রতাপ সংঘর ১৮তম বর্ষে থিম ‘লোকজ’, নবজাগরণ সংঘর ৫৯তম বর্ষে ‘বাংলার হস্তশিল্পের দশাবতার’, আর রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাব আনছে রাজস্থানের হাওয়া মহলকে মণ্ডপে।
advertisement
6/6
*বসুনগর যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাব এবার ফুটিয়ে তুলছে আদিবাসী জীবন। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ইয়ং অ্যাসোসিয়েশন-এর থিম ‘শতবর্ষে মহানায়ক’ এবং বিধান পল্লী যুব গোষ্ঠীর থিম ‘জঙ্গলমহল’। সব মিলিয়ে, কালীপুজোকে ঘিরে উৎসবের আমেজে ভরে উঠেছে গোটা মধ্যমগ্রাম। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে এবারও দর্শনার্থীদের কাছে মধ্যমগ্রামের পুজোগুলিই হয়ে উঠতে চলেছে বিশেষ আকর্ষণ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kali Puja: শুরু কাউন্টডাউন...! কালীপুজোয় নজর কাড়তে প্রস্তুত মধ্যমগ্রাম, কোথায় কোন থিমে সাজছে মণ্ডপ? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল