Barasat Kali Puja Theme 2025: দুর্গাপুজোর পর এবার কালীপুজোর হুল্লোড়, থাকছে বিশেষ নজরকাড়া থিম! একের পর চমক বারাসতে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
সব মিলিয়ে এ বছরও বারাসাতের কালীপুজো রাজ্যজুড়ে হয়ে উঠবে আলোচনার কেন্দ্রবিন্দু। এখন অপেক্ষা কেবল কয়েকটা দিনের, যখন আলোকসজ্জায় ঝলমল করে উঠবে সমগ্র শহর, আর ভক্তদের ভিড়ে মুখরিত হবে মাতৃ আরাধনার এই উৎসবমুখর বারাসাত
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কলকাতার দুর্গাপুজোর জনপ্রিয়তার মতই কালীপুজোয় রাজ্যের মধ্যে অন্যতম আকর্ষণ বারাসাত। প্রতিবছর লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীর ভিড় জমে এই শহরের বিভিন্ন কালীপুজোর মণ্ডপে। একাধিক বিগ বাজেটের পুজো, অভিনব থিম আর মনোমুগ্ধকর আলোকসজ্জা ঘিরে এখন থেকেই শহর জুড়ে উৎসবের আমেজ
advertisement
2/6
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি, আলো, রং, সাজসজ্জা ও প্রতিমা নির্মাণে চলছে চূড়ান্ত ব্যস্ততা। এ বছর বারাসাতের বিভিন্ন ক্লাব ও সংগঠন তাদের নিজস্ব থিম ভাবনায় মাতৃ আরাধনাকে নতুন মাত্রা দিতে চলেছে। এবার যে মন্ডপগুলি বিশেষ আকর্ষণের কেন্দ্রে থাকবে, বারাসাত পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাব এবার হাজির করছে ‘মাইশোর প্যালেস’
advertisement
3/6
অপরদিকে কেএনসি রেজিমেন্ট ক্লাবের থিম ‘হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী’ ইতিমধ্যেই কৌতূহল সৃষ্টি করেছে। বাংলার ঐতিহ্যকেই তুলে ধরা হবে এই মন্ডপে। রেজিমেন্ট ক্লাব (কৃষ্ণনগর রোড) গড়ে তুলছে তিরুপতি বালাজি মন্দিরের প্রতিরূপ
advertisement
4/6
অন্যদিকে রাইজিং স্টার কিশোর স্পোর্টিং ক্লাবের থিম ‘বিনা পাসপোর্ট ভিসায় ইন্দোনেশিয়া ভ্রমণ’ দর্শকদের ভিন্ন দেশের সংস্কৃতির স্বাদ দিতে চলেছে এই পুজো কমিটি। নপাড়া কল্যাণ সমিতি গড়ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মণ্ডপ, যেখানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ১৬ ফুট উচ্চতার মাতৃ প্রতিমা
advertisement
5/6
এছাড়াও সন্ধানী ক্লাবের থিম ‘মায়াপুর ইসকন মন্দির’, নবপল্লী আমরা সবাই ক্লাব গড়ছে শ্রীকৃষ্ণের দ্বারকা, আর নবপল্লী অ্যাসোসিয়েশনের মণ্ডপে থাকবে বৃন্দাবন চন্দ্রোদয় মন্দিরের আবহ। এরসঙ্গে, আগুয়ান সংঘ (টাকি রোড) আনছে ‘মহাকুম্ভ’ থিম, শতদল সংঘের ভাবনা ‘অর্ধ আকাশের আর্তনাদ’, আর বলাকাবৃন্দ স্পোর্টিং ক্লাব গড়ছে দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ মন্দির - যেখানে সম্পূর্ণ ঝিনুক দিয়ে সাজানো হবে মাতৃ প্রতিমা
advertisement
6/6
সব মিলিয়ে এ বছরও বারাসাতের কালীপুজো রাজ্যজুড়ে হয়ে উঠবে আলোচনার কেন্দ্রবিন্দু। এখন অপেক্ষা কেবল কয়েকটা দিনের, যখন আলোকসজ্জায় ঝলমল করে উঠবে সমগ্র শহর, আর ভক্তদের ভিড়ে মুখরিত হবে মাতৃ আরাধনার এই উৎসবমুখর বারাসাত
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Barasat Kali Puja Theme 2025: দুর্গাপুজোর পর এবার কালীপুজোর হুল্লোড়, থাকছে বিশেষ নজরকাড়া থিম! একের পর চমক বারাসতে