Jumbo Jalebi: গাড়ির চাকার আকারের বিশাল জিলিপি! বরাত দিলেই তৈরি
- Published by:Pooja Basu
- local18
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
ওজন প্রায় দেড় থেকে দুই কেজি পর্যন্ত। বাঁকুড়ার এই গ্রামে পেয়ে যাবেন অতিকায় জিলিপি ।
advertisement
1/6

গাড়ির চাকার সমান জিলিপি। পাবেন বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রামে।
advertisement
2/6
মিষ্টান্নের জন্য বিখ্যাত এই গ্রাম। পাওয়া যায় দেড় থেকে দুই কেজির জিলিপি।
advertisement
3/6
আগে থেকে অর্ডার দিলেই পেয়ে যাবেন এই মস্ত জিলিপি গুলি। দাম প্রায় ১৫০ টাকা মত।
advertisement
4/6
জিলিপি প্রেমীদের সেরা ঠিকানা কেঞ্জাকুড়া গ্রাম। একা খেয়ে শেষ করতে পারবেন না এই জিলিপি।
advertisement
5/6
প্রায় ১০ মিনিট ধরে কষতে হয় জিলিপির প্যাঁচ। চাইলে লিখতে পারবেন আপনার নাম।
advertisement
6/6
বিশেষ করে বিশ্বকর্মা এবং ভাদু পুজো উপলক্ষে তৈরি হয় জাম্বো জিলিপি।