Bankura News: এ কী পরিস্থিতি বাঁকুড়ায়! গোটা জেলা এক বাক্যে বলছে, 'এমন ঘটনা জীবনে দেখিনি'
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Bankura News: বাঁকুড়ার বায়ুর অনুগত মান গতকালের তুলনায় আরও খারাপ পর্যায়ে পৌঁছেছে, সূচকের অবনতি হয়ে মান পৌঁছে গেছে ১৩৬।
advertisement
1/5

বাঁকুড়া: সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন বাঁকুড়ার আকাশ। ভোরবেলা থেকে সামান্য কুয়াশাও দেখা গিয়েছিল। পূর্বাভাস ছিল গরম বাড়বে বাঁকুড়া জেলায় এবং অব্যাহত থাকবে তাপ প্রবাহ। পূর্বাভাস অনুযায়ী এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। (প্রতিবেদন: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
2/5
তবে বিগত কয়েক দিনের মতো তপ্ত রোদের তাণ্ডব দেখা যাচ্ছে না বাঁকুড়া জেলায়। সেই কারণেই কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। বেলা বাড়ার সঙ্গে এক প্রকার গৃহবন্দী হচ্ছিল সাধারণ মানুষ,এদিন প্রাত্যহিক জীবনের ধারা একটু বেশি। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন বাড়বে তাপমাত্রা। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রয়েছে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। (প্রতিবেদন: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
3/5
এদিন সূর্যোদয় হয় ভোর পাঁচটায় এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে ছটা বেজে ২৬ মিনিটে। আকাশ মেঘলা এবং সামান্য কুয়াশাচ্ছন্ন থাকলেও বাঁকুড়ার বায়ুমন্ডলে প্রবেশ করবে অত্যাধিক পরিমাণ অতি বেগুনি রশ্মি। পশ্চিম থেকে পূর্বে ৭ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে বাতাস এবং গতকালের মতোই এদিন বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৩৭ শতাংশ। (প্রতিবেদন: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
4/5
বাঁকুড়ার বায়ুর অনুগত মান গতকালের তুলনায় আরও খারাপ পর্যায়ে পৌঁছেছে, সূচকের অবনতি হয়ে মান পৌঁছে গেছে ১৩৬। বায়ুতে দূষণ থাকার জন্যেই দেখা মিলেছে কুয়াশার। (প্রতিবেদন: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
5/5
চলতি সপ্তাহের শেষে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। যদিও বাঁকুড়া জেলার সাম্প্রতিক ট্রাক রেকর্ড ঘাটলে বোঝা যাবে যে কাগজে-কলমে পূর্বাভাস কার্যকরী হয়নি অনেক সময়। গরমের দাবদাহ চলেছে ধারাবাহিকতার সাথে এবং আকস্মিক বৃষ্টিপাত এনে দিয়েছে শান্তির শীতলতা। এই একই ধারা অব্যাহত বাঁকুড়া জেলায়। বৃষ্টির মুখ চেয়ে রয়েছে সাধারণ মানুষ। (প্রতিবেদন: নীলাঞ্জন ব্যানার্জী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: এ কী পরিস্থিতি বাঁকুড়ায়! গোটা জেলা এক বাক্যে বলছে, 'এমন ঘটনা জীবনে দেখিনি'