Bankura News: সোনার চেয়েও চাহিদা মনে! ১৫০ টাকাতেই চোখ ধাঁধানো গয়না! পরলে মিলবে স্মার্ট লুক, সঙ্গে ফ্রি মাটির ছোঁয়া, সরলতা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
সোনার চেয়েও মনের কাছে বাঁকুড়ার টেরাকোটার গয়নাগুলি দুর্দান্ত চাহিদা দিচ্ছে। দাম মাত্র ১৫০ টাকা থেকে শুরু।
advertisement
1/6

অপূর্ব সুন্দর টেরাকোটার গয়না তৈরি হয় বাঁকুড়ায়। বাঁকুড়ার টেরাকোটা শিল্প এক নজরকাড়া অনন্য শিল্প। শিল্পীরা তৈরি করে থাকেন গয়নাগুলি।
advertisement
2/6
প্রথমে মাটি দিয়ে গয়নাগুলি তৈরি করে নিয়ে, সেটিকে আগুনে ভাল করে পুড়িয়ে তৈরি করা হয় গয়নাগুলি। যত সুক্ষ্ম কাজ, তত কঠিন তৈরি করা। দাম শুরু হয় ১৫০ টাকা থেকে।
advertisement
3/6
টেরাকোটার গয়না দেয় এক অভূতপূর্ব নতুন লুক। যে লুকে রয়েছে মাটির ছোঁয়া এবং সরলতা।
advertisement
4/6
বাঁকুড়া জেলার বিভিন্ন টেরাকোটা গ্রামে তৈরি হয় এই গয়নাগুলি। যাদের মধ্যে অন্যতম হল তালডাংরা বিধানসভার পাঁচমুড়া গ্রাম।
advertisement
5/6
গরম পড়লেই শুরু হয় গয়না তৈরির কাজ। কারণ পুজোর আগে থাকে বিপুল চাহিদা। সেই চাহিদা যোগান দিতেই গ্রীষ্মে শুরু হয় মাটির কাজ।
advertisement
6/6
টেরাকোটা শিল্পী সুধন কুম্ভকার বলেন, "মাটির গয়না তৈরি করে বেশ ভালই রোজগার হয়। তবে একসঙ্গে অনেকগুলি গয়না অর্ডার অনুযায়ী বিক্রি করা সুবিধা।"
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: সোনার চেয়েও চাহিদা মনে! ১৫০ টাকাতেই চোখ ধাঁধানো গয়না! পরলে মিলবে স্মার্ট লুক, সঙ্গে ফ্রি মাটির ছোঁয়া, সরলতা