Durga Puja Fashion : পুজোর সাজে ট্রেন্ডিং এই গয়না, পরলে লোকে দেখবেই! আপনার লিস্টে আছে তো?
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
এই গয়না তৈরি হয়েছে পোড়ামাটি দিয়ে। দেখতেও দুর্দান্ত, জলেও নষ্ট হবে না। মূল্য দেড়শো টাকা।
advertisement
1/6

পুজোর আগে বাঁকুড়ায় মিলছে কিছু ট্রেন্ডিং গয়না। এই গয়নাগুলির মধ্যে ফুটে উঠেছে বাঁকুড়ার ঐতিহ্যবাহী শিল্পগুলি। পুজোর আগে যদি মানুষের ভিড়ের মধ্যে একটু আলাদা ভাবে সাজতে চান, তাহলে এই গয়না সংগ্রহ করতেই পারেন। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
গলার হারের মধ্যে ফুটে উঠছে দশাবতার তাসের দশ অবতার। বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী শিল্প দশাবতার তাস। তাসের উপর ফুটে উঠছে অবতারদের চিত্র। পাওয়া যাচ্ছে বিষ্ণুপুরে। মূল্য শুরু ১৫০ থেকে ২০০ টাকা। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
বাঁকুড়ার পাঁচমুডা গ্রামে তৈরি হচ্ছে টেরাকোটার গয়না। এই গয়না তৈরি হয়েছে পোড়ামাটি দিয়ে। এই গয়না গায়ে ধারণ করলে পাবেন প্রান্তিক বাঁকুড়ার গন্ধ। দেখতেও দুর্দান্ত, জলেও নষ্ট হবে না। মূল্য দেড়শ টাকা। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
বেশ কয়েক বছর যাবত টেরাকোটার গয়না যথেষ্ট বিখ্যাত হয়েছে। বাঁকুড়ার টেরাকোটার নাম চারিদিকে ছড়িয়েছে, টেরাকোটার গয়না তার অন্যথা নয়। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়।
advertisement
5/6
তৈরি হচ্ছে ডোকরার গয়না। এই গয়না সোনার মতো উজ্জ্বল, ধাতব এবং যথেষ্ট টেকসই। বানাতে পরিশ্রম প্রচুর। সুন্দর দেখতে ধাতব এই গয়নাগুলি কমপ্লিমেন্ট করছে শাড়ির সঙ্গে। দাম শুরু ২০০ টাকা থেকে। পাওয়া যাচ্ছে বাঁকুড়া শহরের উপকণ্ঠে বিকনা গ্রামে। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
6/6
ডোকরা শিল্পী শ্যামাপদ কুম্ভকার জানান, "ডোকরা গয়নার চাহিদা প্রচুর বেশি থাকছে পুজোর আগে। মানুষের মন কাড়ছে মা দুর্গার গয়না। এই গয়নাগুলি অনেক সময় বাল্কে অর্ডার নিয়ে পাঠানো হচ্ছে দূরে।" ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja Fashion : পুজোর সাজে ট্রেন্ডিং এই গয়না, পরলে লোকে দেখবেই! আপনার লিস্টে আছে তো?