Bankura News: আপনার স্পেশাল দিন স্পেশাল ভাবে পালন করতে চান! এর থেকে পারফেক্ট জায়গা আর হবে না, মিলবে ঈশ্বরের আশীর্বাদ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
স্পেশাল দিনে ঈশ্বরের আশীর্বাদ পেতে এই জায়গা যেতে ভুলবেন না
advertisement
1/6

বাঁকুড়ার ওন্দার রামসাগরের অমর সেবা সংঘ বৃদ্ধাশ্রম। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার অ্যাফিলিয়েটেড এই বৃদ্ধাশ্রমে শুধুই ভাল লাগা।
advertisement
2/6
বর্তমানে বৃদ্ধাশ্রমে রয়েছেন ২৫ জন বৃদ্ধ বৃদ্ধা। যাদের প্রত্যেকেরই দেখার কেউ নেই। কারো হাত নেই, কারো পা নেই, কেউ আবার চোখে দেখতে পান না।
advertisement
3/6
অমর সেবা সঙ্গে এইরকমই প্রকৃত একাকি বৃদ্ধ বৃদ্ধারা এক ছাদের তলায় অত্যন্ত কষ্টের সঙ্গে করছেন দিনযাপন।
advertisement
4/6
বৃদ্ধাশ্রমের সুপারিনটেনডেন্ট জানান, "বিভিন্ন সহৃদয় ব্যক্তিরা আসেন এবং নিজেদের বিশেষ দিনগুলি উদযাপন করেন আমাদের বৃদ্ধাশ্রমে, এতে সকলেই আনন্দ পান।"
advertisement
5/6
এই বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই রয়েছে একটি তিক্ত অতীত। কিন্তু শত সহস্র না পাওয়ার মধ্যেও এই বৃদ্ধাশ্রমে কেউ একাকি নয়।
advertisement
6/6
মানসিক শান্তি ,সাহচর্য এবং একরাশ গল্প আড্ডা ও হাসির মধ্যে দিয়ে দিন কাটছে প্রত্যেকের। সরকারি আর্থিক সহায়তা পেলে জীবন চর্চা সহজ হবে বলে মনে করছেন প্রত্যেকেই।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: আপনার স্পেশাল দিন স্পেশাল ভাবে পালন করতে চান! এর থেকে পারফেক্ট জায়গা আর হবে না, মিলবে ঈশ্বরের আশীর্বাদ